মুম্বই: ফের নয়া মোড় নিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত। ইতিমধ্যেই অভিনেতার মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি উঠেছে নেটদুনিয়ায়। এমনকি এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অনেকে। বিহারের জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব অমিত শাহকে এই নিয়ে চিঠি লিখেছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছিলেন যদি সুশান্তের পরিবার চায় তবে অভিনেতার মৃত্যুর তদন্তের জন্য তিনি সিবিআই তদন্তের সুপারিশ করবেন। সেই ঘটনাই সত্যি হল। মঙ্গলবার বিহারের তরফে কেন্দ্রকে অভিনেতার মৃত্যুতে সিবিআই হস্তক্ষেপের সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: নিউমোনিয়া-অ্যালার্জির ওষুধেই সারবে করোনা! দিশা দেখাচ্ছেন বাঙালি কন্যা
বলিউডের এই অভিনেতার আত্মহত্যার তদন্ত যাতে নিরপেক্ষ ভাবে হয়, সেই দাবি উঠেছিল গোটা দেশজুড়ে সেলিব্রিটি থেকে রাজনৈতিক অনেক ব্যক্তিত্বই দাবি তুলেছিলেন সুশান্তের মৃত্যুর তদন্ত করুক সিবিআই। সেই একই দাবি তুলেছিলেনন বিহারের জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব। টুইটারে তিনি সেকথা জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি অনুরোধ জানিয়েছিলেন যাতে সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এই নিয়ে একটি চিঠি ও তিনি দিল্লির দফতরে পাঠিয়েছিলেন। জানা গিয়েছে পাপ্পু যাদবের সেই চিঠি অমিত সাহা পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের কাছে। ওই মন্ত্রকের অধীনেই পড়ে সিবিআই।
আরও পড়ুন: ভাই ইব্রাহিমের সঙ্গে জলকেলির করছেন সারা, রাখিতে মজার ভিডিও পোস্ট অভিনেত্রীর
এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। সম্প্রতি রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। রিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছেন তিনি। রিয়া চক্রবর্তী ও আরও ৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। রিয়া সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, চুরি, বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে সম্পত্তি লিখিয়ে নেওয়া সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়। এরপরই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুতের পরিবার চাইলে তাঁর মৃত্যু তদন্তের জন্য কেন্দ্রকে সিবিআই তদন্তের জন্য সুপারিশ করবে বিহার প্রশাসন।
মুখ্যমন্ত্রী বলেছিলেন সুশান্তের বাবা কে কে সিং পাটনা রাজীবনগর থানায় সুশান্তের বান্ধবী এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। সেই অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। সেই জন্য তারা পাটনা থেকে মুম্বই পৌঁছেছে। এখন যদি সুশান্তের বাবা চান তবে তিনি নিজে সিবিআই তদন্তের জন্য কেন্দ্রের কাছে দাবি জানাবেন। বিষয়টি নিয়ে আলাদা করে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন নীতীশ কুমার। এই আশ্বাসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জানা গেল কেন্দ্রকে সুশান্তের ইস্যু নিয়ে বিহার প্রশাসনের তরফে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে।