করোনা রুখতে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা, বন্ধ স্কুল-কলেজ, মল, ক্লাব, থিয়েটার

করোনা রুখতে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা, বন্ধ স্কুল-কলেজ, মল, ক্লাব, থিয়েটার

a1ca62dd9c4cf1d53e119042d403f754

 

নয়াদিল্লি: করোনা আতঙ্কে বেসামাল গোটা বিশ্ব৷ ভারতে চিনা ভাইরাসের প্রভাব খুব বেশি না পড়লেও আতঙ্ক ছড়িয়েছে গোটাদেশজুড়ে৷ আর এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র৷ ইতিমধ্যেই দিল্লিতে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির আপ সরকার৷ এবার সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ করোনা রুখতে এবার গোটা কর্নাটকে জারি হয়েছে গুচ্ছ নিষেধাজ্ঞা৷

করানোর জেরে এক ব্যক্তির মৃত্যুর ২৪ ঘণ্টার মাধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার৷ করোনা আতঙ্কের জেলে কর্নাটকে সমস্ত জমায়েতের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ বন্ধ স্কুল-কলেজ, শপিংমল, ক্লাব, থিয়েটার, নাইট ক্লাব৷ এমনকি বিয়ের অনুষ্ঠানেও জারি হয়েছে নিষেধাজ্ঞা৷  আগামী ৩১ মার্চ পর্যন্ত বিহারের স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এবার আগে ৬ রাজ্যে স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ এবার সেই তালিকায় নাম ঢুকল কর্নাটক সরকারের৷

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা সংক্রমণ রুখতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন৷ ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ রাখা হয়েছে৷ একইসঙ্গে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি সরকার৷ যাতে করনা সংক্রমণ রোখা যায়৷ তার জন্যই এই ব্যবস্থা বলে সরকারের তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *