বিহার নির্বাচন: নীতীশ না তেজস্বী? এক্সিট পোলে ‘পাশা বদলে’র ইঙ্গিত!

বিহার নির্বাচন: নীতীশ না তেজস্বী? এক্সিট পোলে ‘পাশা বদলে’র ইঙ্গিত!

 

পাটনা: ভোটের আগে জনমত সমীক্ষায় বেশ খানিকটা এগিয়েছিলেন নীতীশ কুমারের জেডিইউ৷ অনেকেই বলতে শুরু করেছিলেন চতুর্থবারের জন্য বিহারে ক্ষমতায় ফিরতে চলেছেন নীতীশ কুমার৷ এবার নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর  এক্সিট পোলে উঠে এল নানান তথ্য৷

ইন্ডিয়া টুডে ও এক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে জানানো হয়েছে, মহিলা ভোটারদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় তেজস্বী যাদব৷ মহিলাদের ৪৩ শতাংশ চান তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে৷ নীতীশ কুমারকে চেয়েছেন ৪২ শতাংশ মহিলা ভোটার৷ চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী দেখতে চান ৭ শতাংশ ভোটার৷ যদিও এই সমীক্ষা মাত্র কয়েক হাজার ভোটের দেওয়া মতামত থেকে নেওয়া৷

রিপাবলিক টিভি ও জন কি বাতের সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ পেতে পারে ৯১ থেকে ১১৭টি আসন৷ তেজস্বীরা পেতে পারেন ১১৮-১৩৮টি আসন৷ এবিপি ও সি ভোটারের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১০৪-১২৮টি আসন৷ তেজস্বীরা পেতে পারেন ১০৮-১৩১ আসন৷ টাইমস নাও ও সি ভোটার সমীক্ষা বলছে, নীতীশ শিবির পেতে পারে ১১৬টি আসন৷ তেজস্বীরা পেতে পারেন ১২০টি আসন৷ টিভি নাইন ও ভারতবর্ষের সমীক্ষা বলছে, তেজস্বীর মহাজোট পেতে পারে ১১৫-১২৫টি আসন৷ নীতীশের এনডিএন শিবির পেতে পারে ১১০-১২০টি আসন৷ এলজেপি ৫টি ও ১৫টি আসন অন্যান্যরা পেতে পারে বলে দেওয়া হয়েছে পূর্বাভাস৷যা পূর্বাভাব, তাতে বিবারে সরকার গড়তে গেলে প্রয়োজন ১২২টি আসন৷ কিন্তু, বুথ ফেরত সমীক্ষায় বিহারের ফলাফল এবার ত্রিশঙ্কু হতে পারে৷

বিহার নির্বাচনে ২০১৫ সালের বিধানসভার ফলাফল বলছে, মহাগঠবন্ধনে করে গতবার নির্বাচনে লড়েছিল জেডিইউ, কংগ্রেস, আরজেডি৷ মহগঠবন্ধন পেয়েছিল ১৭৮টি আসন৷ বিজেপি জোট পেয়েছিল মাত্র ৫৮টি আসন৷ ১৭৮টি আসন আসন পেয়ে মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার৷ ২০১৭ সালে মহাজোট ভাঙনে  নীতীশ কুমার৷ গোটা দেশজুড়ে বিরোধী মুখ হয়ে ওঠা নীতীশ আচমকা যোগ দেন বিজেপি শিবিরে৷ উল্টে যায় বিহার রাজনীতির গতিপথ৷ বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন নীতীশ৷ বিরোধী বিজেপি গঠন করে সরকার৷ বিজেপির তরফে সুশীল মোদী হনউপমুখ্যমন্ত্রী৷ মহাগঠবন্ধনের সরকারে আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব ছিল উপমুখ্যমন্ত্রী পদে৷ মাঝপথে ভঙ্গ হয় তেজস্বীর উপমুখ্যমন্ত্রী পদের স্বপ্ন৷

এবার লড়াই মূলত নীতীশ বনাম তেজস্বী৷ লালু প্রসাদের দল আরজেডি তেজস্বীর নেতৃত্বে লড়ছে ১৪৪টি আসনে৷ কংগ্রেস লড়ছে ৭০ আসনে৷ শক্তি হারিয়ে বামেরা লড়ছে ২৯ আসনে৷ তারমধ্যে একা সিপিআইএমএল লড়াই করছে ১৯টি আসনে৷ অন্যদিকে, নীতীশ কুমারের দল জেডিইউ ১১৫টি আসনে এবার প্রার্থী দিয়েছে৷ বিজেপিও লড়ছে ১১০টি আসনে৷ ভোটের আগে আসন রফা নিয়ে নীতীশের সঙ্গে বিজেপির মন কষাকষি হয়েছিল৷ বিধানসভা নির্বাচনে বিজেপি ও নীতীশ কুমারের দল জেডিইউয়ের ফলাফলের উপর নির্ভর করছে বিহার রাজনীতির সমীকরণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =