পাটনা: সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। প্রত্যেক দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত। তবে প্রচার করতে গিয়ে বিতর্কে পড়তে হবে এমনটা হয়তো ভাবেননি রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল পার্টির মহম্মদ পারভেজ মানসুরি। একদিকে করোনা বিধি লংঘন, অন্যদিকে পশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে! কারণ তিনি মোষের পিঠে চড়ে নির্বাচনী প্রচার করেছিলেন।
গয়াতে নিজের দলের প্রচারে ব্যস্ত ছিলেন পারভেজ। দিনের শুরু থেকেই মোষের পিঠে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। কিন্তু গান্ধী ময়দান থেকে সরাসরি আসার পরেই তাকে পুলিশ আটক করে এবং ভারতীয় দণ্ডবিধির ২৬৯ এবং ২৭০ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এর পাশাপাশি পশু নির্যাতনের ভারতীয় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরে অবশ্য তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। গয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজীব মিশ্র জানিয়েছেন, এইভাবে মোষের পিঠে চড়ে নির্বাচনী প্রচার করে পশু নির্যাতন আইন লংঘন করেছেন ওই নেতা। তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে অবশ্য ভারতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছিল, নির্বাচনী প্রচারের জন্য যেন কোনো পশুর ব্যবহার না করা হয়। যদি কোনও দলের প্রতীক কোনও পশুর ছবি হয়, তাহলে সম্ভব হলেও যেন সেই পশুকে নির্বাচনী প্রচারে ব্যবহার না করা হয়। যদিও এক্ষেত্রে সেই নির্দেশও অমান্য করেছে নির্দিষ্ট দল এবং ওই নির্দিষ্ট নেতা।
তবে এ ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছেন না পারভেজ। তাঁর দাবি, গয়া যে বিহারের সবচেয়ে দূষিত শহর সেটাই তিনি দেখাতে চেয়েছেন। তিনি দাবি করেছেন, ক্ষমতায় এলে তিনি গয়াকে দূষণমুক্ত শহরে পরিণত করবেন। একইসঙ্গে জানিয়েছেন, এনডিএ প্রার্থী প্রেম কুমার গত ৩০ বছর ধরে বিধায়ক রয়েছেন, তবুও তিনি এই শহরকে নিয়ে কোন কাজ করেননি। এই শহরের কোন উন্নতি করতে পারেনি কংগ্রেসও। এমনই দাবি রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল পার্টির প্রার্থীর।