biden
ওয়াশিংটন: আজকাল বহুল চর্চিচ বিষয় হল কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ সংক্ষেপে এ আই৷ এবার এই কৃত্রিম মেধার ব্যবহার এবং সুরক্ষাবিধি নিয়ে একটি এগ্জিকিউটিভ নির্দেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এও জানিয়েছেন, যে সকল সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে, তাদের সঙ্গে সরকারের যত শীঘ্র সম্ভব সব ধরনের আলোচনা সেরে ফেলা উচিত।
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জেফ জাইয়্যান্টস বলেন, ‘‘প্রেসিডেন্ট নিজে এক সময় বলেছিলেন, এই বিষয়টি নিয়ে আমরা অন্যান্য বিষয়ের মতো সাধারণ সরকারি গতিতে এগোতে পারব না।’’ অর্থাৎ বাইডেন যে এই বিষয়ে দ্রুত নিষ্পত্তি চাইছেন তা স্পষ্ট। এদিন প্রেসিডেন্ট যে নির্দেশে সই করেছেন, তাতে বলা হয়েছে, যে সব সংস্থা কৃত্রিম মেধা নিয়ে কাজ করছে বা ভবিষ্যতে করবে, তাদের গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে বেশ কিছু নিয়মাবলি মেনে চলতে হবে৷ প্রেসিডেন্টের কোনও এগ্জিকিউটিভ নির্দেশে সাক্ষরের মানে দেশের আইনপ্রণেতারা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে কোনও নীতি বানাননি৷