৪ কোটি টাকার জমিতে আলিশান আশ্রম, ‘ভোলেবাবা’র সম্পত্তি দেখে চোখ কপালে তদন্তকারীদের

হাথরাস: হাথরাসের মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। তাঁর সৎসঙ্গ শুনতে এসেই শিশু, মহিলা-সহ ১২১ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছে৷ যদিও ভোলেবাবার…

hathras bholebaba

হাথরাস: হাথরাসের মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। তাঁর সৎসঙ্গ শুনতে এসেই শিশু, মহিলা-সহ ১২১ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছে৷ যদিও ভোলেবাবার বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে পুলিশ স্বঘোষিত এই ধর্মগুরু এবং অনু্ষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সেই তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে বেশকিছু নথিপত্র৷ যা দেখে কার্যত চক্ষুচড়কগাছ৷

তদন্তকারীরা জানতে পেরেছেন, ইটাহ জেলার পাটিয়ালি তেহশিলে বাহাদুর গ্রামে আশ্রম রয়েছে ভোলেবাবার। তিনি নিজে সেখানেই থাকেন৷ কিন্তু তাঁর আরও একটি আশ্রম রয়েছে মৈনপুরীতে। ১৩ একর জমির ওপর গড়ে উঠেছে সেই আশ্রম। চোখ ধাঁধানো আশ্রম দেখে পাঁচতারা হোটেল বলে ভ্রম হতেই পারে। যে জমির উপর এই আশ্রম তৈরি হয়েছে, তার দাম ৪ কোটি টাকা!

 

ভোলে বাবার আসল নাম সুরজ পাল।তাঁর চোখ ধাঁধানো যে আশ্রমের খোঁজ মিলেছে,  তাতে রয়েছে ১৫-২০টি ঘর৷ তার মধ্যে ৬টি ঘর ভোলে বাবার নিজস্ব কাজের জন্য বরাদ্দ। বাকি ৬-৭টি ঘর রয়েছে আশ্রমের কমিটির সদস্য এবং ভলেন্টিয়ারদের জন্য। এই আশ্রমে আসার জন্য রয়েছে একটি প্রাইভেট রাস্তা৷ আশ্রম প্রাঙ্গনেই রয়েছে এলাহি এক ক্যাফিটেরিয়া৷ শুধু এই আশ্রমই নয়৷ এমন নাকি আরও একাধিক সম্পত্তি দেশজুড়ে ছড়িয়ে রয়েছে ভোলে বাবার নামে। যার মূল্য কয়েক কোটি টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *