ধমকে চমকে লাভ নেই, মমতা ত্রিপুরায় পা রাখলে ভূমিকম্প হবে, হুঙ্কার অভিষেকের

ধমকে চমকে লাভ নেই, মমতা ত্রিপুরায় পা রাখলে ভূমিকম্প হবে, হুঙ্কার অভিষেকের

কলকাতা:  একুশের ভোটে বিুপল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসা তৃণমূলের পাখির চোখ এখন ত্রিপুরা৷ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরা প্রসঙ্গ উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে৷ হুঙ্কার দিয়ে তিনি বলেন, ‘‘এখনও মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখেননি৷ উনি ত্রিপুরায় পা রাখলে ভূমিকম্প হবে৷’’

আরও পড়ুন- অ্যাপ ক্যাপ বুক করে টোপ, চালককে মারধর করে গাড়ি ছিনতাই, গ্রেফতার ৬

এদিন শুধু বাংলায় নয়, হিন্দিতেও বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একুশের ভোটের ছাত্রযুবর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি৷ অভিষেক বলেন, আগামী দিনের লড়াইটা অনেক বড়৷ দলটা আর পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নেই৷ তাঁর কথায় ত্রিপুরায় বিজেপি’র পায়ের  তলার মাটি সরে গিয়েছে৷ এবার দলনেত্রীকে সামনে রেখে লড়াই হবে৷ অভিষেক বলেন, যাঁরা বাংলার সংস্কৃতিকে নষ্ট করে বাংলা দখলের দিবা স্বপ্ন দেখেছিল, তারা যুব কংগ্রেসের কাছে আগেই হেরে গিয়েছে৷ এবার লড়াই হবে ত্রিপুরায়৷ তিনি বলেন, ‘‘ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব৷’’ 

তিনি আরও বলেন, সিবিআই-ইডি দিয়ে ধমকে চমকে লাভ নেই৷ যেখানে বিজেপি রয়েছে, সেখানে মানুষ পদদলিত৷ বিদেপি’র কাছ থেকে রাজ্য ছিনিয়ে আনব৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − one =