ওডিশা থেকে CID-র জালে এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু, গ্রেফতার পুত্র, ভাইপোও

ওডিশা থেকে CID-র জালে এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু, গ্রেফতার পুত্র, ভাইপোও

এগরা: এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার। এই ঘটনার দু’দিনের মাথায় ওড়িশা  থেকে গ্রেফতার করা হল কারখানার ‘মালিক’ কৃষ্ণপ্রসাদ বাগ ওরফে ভানু এবং তাঁর পুত্রকে। বিস্ফোরণে আহত হয়েছিলেন তাঁরা৷ সেই অবস্থাতেই বাইক নিয়ে ওডিশার দিকে রওনা দেন৷ জানা গিয়েছে, কটকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ভানু এবং তাঁর ছেলে। বৃহস্পতিবার সেখান থেকেই তাঁদের গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার করা হয়েছেন ভানুর ভাইপোকেও। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ন’জনের মৃত্যু হয়।কারখানায় কর্মরত কর্মীদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে হয়ে যায়। আহত হন আরও ৬ জন। এই ঘটনার পরেই কারখানার মালিক ভানু পালিয়ে যান। 

স্থানীয় সূত্রে খবর, ৩০ বছরেরও বেশি সময় ধরে বাজি তৈরির ব্যবসা করছে ভানু। তাঁর তৈরি বাজির চাহিদাও ছিল বাজারে। ভানুর ‘সুখ্যাতি’ ছড়িয়ে পড়েছিল দূরদূরান্তে। ক্রমেই এলাকার ‘সম্ভ্রান্ত ব্যবসায়ী’দের অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল৷ শাসকদলের নেতাদের সঙ্গে ওঠাবসা শুরু হয় ভানুর৷ তবে সূত্রের খবর, রাজনীতি নিয়ে বিশেষ মাথা ঘামাতেন না তিনি। বুধবার এগরায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘‘ভানু বাগ তৃণমূলের এক জন বড় নেতা। উনি ২০১৩ সালে পঞ্চায়েতের সদস্য ছিলেন। ১৮ সালে ওঁর বৌমাকে দাঁড় করিয়েছিলেন ভোটে।’’ 

স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠাবসা ছিল কৃষ্ণপ্রসাদের। তাঁর পরিবারের অনেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। গত ৩০ বছর ধরে বাজি ব্যবসা করেই ফুলে ফেঁপে উঠছিলেন৷ বাড়িতেও একটি বাজি কারখানা খুলেছিলেন তিনি। সেখানে একটি বিস্ফোরণে মৃত্যু হয় ভানুর ভাইয়েরও। কিন্তু, এরপরেও শিক্ষা হয়নি তাঁর।