রাজ্য সরকারের ত্রাণ তহবিলে সাহায্য বিজিটিএ শিক্ষক সংগঠনের

দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে করোনার মোকাবিলায় ত্রাণ তহবিল গড়েছে পশ্চিমবঙ্গ সরকার। সাহায্যের হাত বাড়িয়েছে একাধিক শিক্ষক সংগঠন। এবার বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনও (বিজিটিএ) সরকারের আবেদনে সাড়া দিয়ে তাদের সদস্যদের আপৎকালীন ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

কলকাতা: দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে করোনার মোকাবিলায় ত্রাণ তহবিল গড়েছে পশ্চিমবঙ্গ সরকার। সাহায্যের হাত বাড়িয়েছে একাধিক শিক্ষক সংগঠন। এবার বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনও (বিজিটিএ) সরকারের আবেদনে সাড়া দিয়ে তাদের সদস্যদের আপৎকালীন ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

করোনা সংক্রমণের জেরে ভুগছে গোটা বিশ্ব। মৃত্যু ছাড়িয়েছে ২০ হাজার। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিল গড়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যবাসী। এগিয়ে এসেছেন অনেকেই। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরকারের এই উদ্যোগে অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন। একাধিক শিক্ষক সংগঠন সাহায্যের হাত বাড়িয়েছেব। এবার একই অঙ্গীকার দেখা গেল বিজিটিএ-র সদস্যদের মধ্যেও। সংগঠনের সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেছেন, 'সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও লক ডাউন শুরু হয়েছে। কতদিন লকডাউন চলবে, সেই সিদ্ধান্ত নেবে সরকার। এই লক ডাউন দীর্ঘদিন চলতে থাকলে সমাজের সাধারণ মানুষ এবং অসংগঠিত শ্রমিকশ্রেণি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা গ্রাজুয়েট শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন রেখেছি, যাঁর পক্ষে যতটা সম্ভব, এই ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসুন। আমরা আশা রাখছি সপ্তাহখানেকের মধ্যেই মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে যতটা সম্ভব অর্থ জমা করতে পারব।' এছাড়াও এই জরুরি অবস্থায় রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেছে বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, 'বিশ্ব জুড়ে করোনা ভাইরাস কোভিড ১৯ থাবা বসালেও করোনা মোকাবিলায় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার নজির সৃষ্টি করেছে। সরকারের পাশে থেকে সাধারন মানুষের সহায়তায় পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরাও।'

দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃতের সংখ্যাও ক্রমে বেড়ে চলেছে। এই পরিস্থিতি রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠকে সরকার ও বিরোধীরা একসঙ্গে কাজ করবে বলেই অঙ্গীকার করেছে। তাছাড়া জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার আবেদন জানিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fifteen =