স্বপ্নের IPL-এর শুরু ভাগ্যের বেটিং! লালবাজারের গোয়েন্দা জালে বহু

বৃহস্পতিবার রাতে খবর পাওয়া মাত্র কলকাতার বেশ কয়েকটি হোটেল ও বাড়িতে হানা দেয় লালবাজারের গোয়েন্দারা। পার্ক স্ট্রিট সহ কলকাতার বেশ কয়েকটি এলাকা থেকে মোট ৯ জনকে বেআইনি বেটিংয়ের অভিযোগে গ্রেফতার করেন তাঁরা। সঙ্গে মোট ১৭ টি মোবাইল ফোন, ১৪ টি ল্যাপটপ, ৩ টি টিভি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একইসঙ্গে একটি গাড়ি সমেত নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করেছে লালবাজারের কর্তারা।

 

কলকাতা: শুরু হয়েছে এবছরের ‘স্বপ্নে’র ‌আইপিএল৷ ব্যাট হাতে ছক্কা হাঁকাতে শুরু করে দিয়েছেন  ক্রিকেটের তারকারা। জিত বা হারার সঙ্গে সঙ্গে অতিমারীর দীর্ঘ শূন্যতা থেকে শত রানের দৌড় আবার শুরু হয়ে গিয়েছে। কিন্তু একইসঙ্গে শুরু হয়েছে আইপিএল ঘিরে বেটিংয়ের জুয়া খেলা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বিশেষ সূত্র মারফত খবর পেয়ে কলকাতার গোয়ান্দা বাহিনী বড়সড় বেটিং চক্রে অভিযান চালায়। মোট ৯ জনকে গ্রেফতার করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ৷

বৃহস্পতিবার রাতে খবর পাওয়া মাত্র কলকাতার বেশ কয়েকটি হোটেল ও বাড়িতে হানা দেয় লালবাজারের গোয়েন্দারা। পার্ক স্ট্রিট সহ কলকাতার বেশ কয়েকটি এলাকা থেকে মোট ৯ জনকে বেআইনি বেটিংয়ের অভিযোগে গ্রেফতার করেন তাঁরা। সঙ্গে মোট ১৭ টি মোবাইল ফোন, ১৪ টি ল্যাপটপ, ৩ টি টিভি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একইসঙ্গে একটি গাড়ি সমেত নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করেছে লালবাজারের কর্তারা। যতদিন আইপিএল চলবে ততদিন প্রতিনিয়ত এমন অভিযান চালানো হবে বলে জানিয়েছেন লালবাজারের গোয়েন্দা মহল৷

কিছুদিন আগেই উত্তরবঙ্গে এক জুয়াচক্রের খোঁজ পেয়েছিল পুলিশ। এই কাজের সঙ্গে দিনহাটা শহরে ১২ থেকে ১৪ জন যুক্ত আছে বলে জানতে পারে পুলিশ। একাধিক মোবাইল, ল্যাপটপ ও নির্দিষ্ট কোড নেম ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন চালাচ্ছে এই অপরাধীরা। এসডিপিও মানবেন্দ্র দাস জানিয়েছেন, উপযুক্ত খোঁজ খবর পাওয়া মাত্র পুলিশ তল্লাশি চালাবে। -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − eight =