যে টুপি দিয়ে মুখ ঢেকেছিল, সেই টুপিই ধরিয়ে দিল জঙ্গি আব্দুল-মুসাভিরকে!

যে টুপি দিয়ে মুখ ঢেকেছিল, সেই টুপিই ধরিয়ে দিল জঙ্গি আব্দুল-মুসাভিরকে!

bengaluru cafe blast

কলকাতা: টুপি দিয়ে মুখ ঢেকে বাঁচতে চেয়েছিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে জড়িত জঙ্গি মুসাভির হুসেন সাজিব। সেই টুপিই করল পর্দা ফাঁস৷ হাতে নাতে ধরা পড়ল মুসাভির৷ শুক্রবারই দিঘার হোটেল থেকে মুসাভির হুসেন সাজিব এবং আব্দুল মতিন আহমেদ ত্বহা নামক দুই জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে ছিল তাদের মস্তিষ্ক। এনআইএ সূত্রে খবর ধৃত দুই চক্রীই আইসিস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের তিনদিনের ট্রানজিট রিমান্ডে পাঠানো হয়েছে।

কীভাবে সাজিদ ও আব্দুলের খোঁজ পেল এনআইএ? কী ভাবে 

এনআইএ-র তদন্তে জানা গিয়েছে, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বোঝাই ব্য়াগ রেখে এসেছিল এই মুসাভির৷  সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা যায়, হামলার সময় সে মাথায় একটি টুপি পরেছিল৷ সেই কারণেই তার মুখ দেখা যায়নি। হামলার পর যে বাসে চড়ে সে, তার সিসিটিভিতেও দেখা যায় টুপি পরে বসে রয়েছে সে৷ এর পর ওই ক্যাফে থেকে তিন কিলোমিটার দূরে একটি ধর্মীয় স্থানে ঢোকে সে। তবে বেরোনোর সময় তাড়হুড়োয় সেখানে টুপিটি ফেলে রেখে যায়।

কিন্তু, ওই টুপিটি আর পাঁচটা টুপির মতো ছিল না৷ নির্দিষ্ট ব্র্যান্ডের একটি সীমিত সংস্করণ বা লিমিটেড এডিশন৷ বিস্ফোরণের দিন পর্যন্ত ওই টুপির মাত্র ৪০০টি পিস বিক্রি হয়েছিল। এই ব্র্যান্ডটির কয়েকটি খুচরা দোকান এবং দক্ষিণ ভারতেই ব্যবসা রয়েছে। প্রতিটি টুপির উপরে রয়েছে ক্রমিক নম্বর৷ যা কোনও সমস্যা দেখা দিলে ফেরতের জন্য দেওয়া হয়েছিল। ওই নম্বর ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যা পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =