৪ বছরের ছেলেকে মেরে ব্যাগে পুরে পালাচ্ছিলেন স্টার্টআপ সিইও মা! কর্ণাটক থেকে ধরল পুলিশ

৪ বছরের ছেলেকে মেরে ব্যাগে পুরে পালাচ্ছিলেন স্টার্টআপ সিইও মা! কর্ণাটক থেকে ধরল পুলিশ

ED

কলকাতা: ‘কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনও নয়’৷ এমনটা হয়তো সব সময় সত্যি হয় না৷ সম্প্রতি এক ঘটনা তারই প্রমাণ। নিজের চার বছরের ছেলেকে খুন করার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে৷ ঘটনাটি গোয়ার। একটি স্টার্ট আপ সংস্থার সিইও ৩৯ বছর বয়সি এক মহিলা নিজের শিশুপুত্রকে খুন করে তার দেহ ব্যাগে পুরে ট্যাক্সি চেপে গোয়া থেকে বেঙ্গালুরু ফিরছিলেন৷ তার মধ্যেই বিষয়টি জানাজানি হয়ে যায়৷ ওই মহিলা যে ট্যাক্সি করে যাচ্ছিলেন সেই ট্যাক্সির চালকের সঙ্গে যোগাযোগ করে গোয়া পুলিশ। এর পরই ওই চালক সোজা ট্যাক্সি নিয়ে কর্নাটকের চিত্রদুর্গ জেলার একটি থানায় পৌঁছন। মহিলা সেটি বুঝতেও পারেননি৷ তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ৷ এর পরেই কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্ট-আপ সংস্থা মাইন্ডফুল এআই ল্যাবের সিইও সূচনা শেঠকে গ্রেফতার করা হয়৷ 

সোমবার সকালে উত্তর গোয়ার ক্যান্ডোলিমের একটি হোটেলের অন্তর্গত সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে চেকআউট করেন সূচনা। ট্যাক্সি নিয়ে রওনা দেন৷ তিনি বেরিয়ে যাওয়ার পর হোটেলের কর্মীরা ফ্ল্যাটটি পরিষ্কার করতে গিয়ে দেখেন মেঝেতে ইতস্তত রক্তের দাগ। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়৷ গোয়া পুলিশ ওই ট্যাক্স চালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁরা এখন চিত্রদূর্গ জেলায়  রয়েছেন৷ নিকটবর্তী থানায় যোগাযোগ করে গোয়া পুলিশ৷ এর পর ওই চালক গাড়ি নিয়ে আইমঙ্গলা থানায় গেলে সূচনাকে গ্রেফতার করা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fifteen =