চন্দ্রযান মিশনে অবদান রাখা এই বাঙালি বিজ্ঞানীদের চেনেন নাকি?

চন্দ্রযান মিশনে অবদান রাখা এই বাঙালি বিজ্ঞানীদের চেনেন নাকি?

chandrayaan 3

কলকাতা: চাঁদের মাটি ছুঁয়ে ফেলেছে তৃতীয় চন্দ্রযান-এর ল্যান্ডার বিক্রম৷ তার পেটের ভিতর থেকে গুটিগুটি পায়ে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান৷ আগামী ১৪ দিন চাঁদের পিঠে অনুসন্ধান চালাবে সে৷ এই মিশনের সঙ্গে যুক্ত ছিলেন বাংলার সাত বিজ্ঞানী৷ শেষ চার মাস সব কিছু ভুলে তাঁরা কাজ করে গিয়েছে চন্দ্রাভিযানের লক্ষ্যে৷ 

বিজয় দাই- বীরভূমের মল্লারপুরের দক্ষিণগ্রামের বাসিন্দা বিজয় দাই ভিলেজ স্কুল, রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা শেষ করে কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক ডিগ্রি লাভ করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে করেন এমটেক। তিনি চন্দ্রযান ৩-এর ‘অপারেশন টিম’-এর সদস্য৷ 

সৌম্যজিৎ চট্টোপাধ্যায়- বীরভূমেরই সিউড়ি রায়পুরের বাসিন্দা সৌম্যজিৎ চট্টোপাধ্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিারিং নিয়ে পড়াশোনা করেছেন৷ তিনি ইসরোর রিমোট সেন্সিং স্পেসক্রাফ্ট মিশনের সঙ্গে যুক্ত। চন্দ্রযান ৩ অভিযানের মিশন সফটওয়্যারের ডিরেক্টর পদে রয়েছেন সৌম্যজিৎ৷ 

অনুজ নন্দী- অনুজ নন্দীর বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে৷ তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। পদার্থবিদ্যা নিয়ে স্নাতোকত্তর করার পর এমটেক এবং পিএইচডি করেন। চন্দ্রযান ৩-এর প্রোপালশান মডিউলে থাকা ‘শেপ’ (স্পেক্টো-পোলামেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ) পেলোড নির্মাণের দায়িত্বে রয়েছেন অনুজ।

পীযূষকান্তি পট্টনায়ক- পূর্ব মেদিনীপুরের উত্তর কাটালের বাসিন্দা পীযূষকান্তি পট্টনায়ক। তিনি কল্যাণীর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যালে বিটেক এবং খড়গপুর আইআইটি থেকে এমটেক ডিগ্রি লাভ করেছেন। চন্দ্রযান ৩-এর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব সামলান পট্টনায়েক৷ 

কৃশানু নন্দী- তাঁর বাড়ি বাঁকুড়ার পাত্রসায়রে৷ তিনি আরসিসি ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকলোনজি থেকে পড়াশোনা করেন। সেখান থেকে বিটেক ডিগ্রি লাভ করার পর ভর্তি হন যাদবপুরে। সেখান থেকে তিনি এমটেক করেন। চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানের গতিবিধি সমন্বয়ের গুরু দায়িত্ব সামলানোর দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে৷

তুষারকান্তি দাস- তুষারকান্তি দাসের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়৷ বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ থেকে গণিতে স্নাতক পাশ করার পর আইআইটি খড়গপুর এবং আইএসএম ধানবাদ থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

কৌশিক নাগ- জলপাইগুড়ির বাসিন্দা কৌশিক নাগ জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন।  তিনি চন্দ্রযান ৩-এর সফটওয়্যার অপারেশনের সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 2 =