প্রতিরক্ষায় ২ বাঙালির জয়! সেনার সেবায় বাঙালি কন্যা, পূর্বাঞ্চলে নতুন বায়ুসেনা প্রধান

বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি নার্সিং সার্ভিসের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল পদে যোগ দিলেন বাঙালি কন্যা মেজর জেনারেল সোনালি ঘোষাল। তাঁর আগে এই পদের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল জয়িস গ্ল্যাডিস রোস। পাশাপাশি পূর্বাঞ্চলের বায়ুসেনা প্রধান হিসাবে এদিনই যোগ দিলেন এয়ার মার্শাল অমিত দেব।

 

নয়াদিল্লি:  ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি নার্সিং সার্ভিসের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল পদে যোগ দিলেন বাঙালি কন্যা মেজর জেনারেল সোনালি ঘোষাল। তাঁর আগে এই পদের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল জয়িস গ্ল্যাডিস রোস। পাশাপাশি পূর্বাঞ্চলের বায়ুসেনা প্রধান হিসাবে এদিনই যোগ দিলেন এয়ার মার্শাল অমিত দেব।

এই পদে আসার আগে মেজর জেনারেল সোনালি ঘোষাল ছিলেন দিল্লি ক্যান্টনমেন্ট আর্মি হাসপাতাল, রিসার্চ অ্যান্ড রেফ্যারেলের প্রিন্সিপাল মেট্রন। সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে কর্মরত ছিলেন। মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর হাসপাতাল শিপ অশ্বিনীর স্কুল অফ নার্সিংয়ের প্রাক্তনী সোনালী ১৯৮১ সালে সেনার নার্সিং বিভাগে যোগ দেন। অপারেশন ব্লু স্টার এবং অপারেশন সদভাবনার সেনারা সোনালি দেবীর পরিচর্যাতেই সুস্থ হয়ে উঠেছিলেন। সোনালি দেবী ২০১৪ সালে চিফ অফ দ্য আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড পুরস্কার পেয়েছেন। তাঁর কথায়, দীর্ঘদিনের নিষ্ঠা, মানুষের প্রতি দায়বদ্ধতা ও পরিষেবাই তাঁকে এই পোশাক পেতে সহায়তা করেছে।

অন্যদিকে, পূর্বাঞ্চলের নবনিযুক্ত বায়ুসেনা প্রধান অমিত দেবের আগে এই পদে ছিলেন এয়ার মার্শাল আর ডি মাথুর। অমিত দেব ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়াশোনা করেছেন। ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৩৮ বছর ধরে তিনি কাজ করছেন। মিগ ২১ ও মিগ ২৭ যুদ্ধবিমান সহ ২৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর তাঁর অভিজ্ঞতা আছে। ফাইট স্কোয়াড্রনের কমান্ডিং অফিসারের পাশাপাশি সীমান্তবর্তী বিমান ঘাঁটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন। অমিত বাবু এয়ার মার্শাল হিসাবে বিমান বাহিনীর সদর দফতর বায়ু ভবনের ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশন পদেও তিনি কর্মরত ছিলেন। ২০১০ সালে বিশিষ্ট সেবা পদক ও ২০১৯ সালে অতি বিশিষ্ট সেবা পদক সম্মান অর্জন করেছেন অমিত দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 3 =