বিজেপি ক্ষমতায় এলে গঙ্গায় তলিয়ে যাবে বাংলা! দাবি তৃণমূলের

বিজেপি ক্ষমতায় এলে গঙ্গায় তলিয়ে যাবে বাংলা! দাবি তৃণমূলের

609fbc0b9e8cb13f97f88cb26ebae4d6

কলকাতা: নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ্যে আসেনি, তবে শাসক-বিরোধী প্রতিটি দলই নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। যে কারণে বর্তমানে একদিকে যেমন চলছে দল ভাঙাগড়ার খেলা, তেমনই অন্যদিকে বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। গত শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে সাংসদ সুখেন্দু শেখর রায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আক্রমণ করলেন বিজেপিকে।

তাঁর মতে, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে গঙ্গায় তলিয়ে যাবে বাংলা। ফলে রাজ্যবাসীর উচিত বিজেপিকে প্রত্যাখান করা। সুখেন্দু শেখর রায় আরও জানান, কেন্দ্রের সমস্ত প্রকল্প ত্রুটিপূর্ণ এবং ব্যর্থ। উদাহরণস্বরূপ তিনি বলেন, ২০১৬ সালে নোটবন্দির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশ থেকে কালো টাকা বেরিয়ে যাবে, কিন্তু তা এখনও হয়নি। এমনকী দেশবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাঠানো হবে বলে ঘোষণাও করা হয়েছিল, সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি।

শুধু তাই নয়, দেশে বেকারত্ব বাড়ছে এবং জিডিপির হার প্রতিনিয়ত কমছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ। ফলে এই কঠিন পরিস্থিতিতে বিজেপিকে এ রাজ্যের ক্ষমতায় আনা মানে বাংলাকে গঙ্গায় ডুবিয়ে দেওয়ার সমান বলে মনে করেন সুখেন্দু শেখর রায়। একইসঙ্গে তিনি আরও বলেন, বাংলায় শান্তি রক্ষা একজনই করতে পারেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই রাজ্যবাসীকে বিজেপি হটাতে আহ্বান করেন তিনি। যদিও তৃণমূল সাংসদের এই মন্তব্যকে গ্রাহ্য করতে নারাজ গেরুয়া শিবির। তাঁদের মতে, বাংলায় সুশাসন আনা দরকার। সেই কারণেই পরিবর্তন একান্ত কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *