প্রচারের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা! শিক্ষকদের কাউন্টিং এজেন্ট করায় নিষেধাজ্ঞা কমিশনের

কলকাতা: শেষ লগ্নে পৌঁছে গিয়েছে লোকসভা নির্বাচন৷ আগামীকাল, অর্থাৎ শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন৷ বৃহস্পতিবার  প্রায় আড়াই মাস ধরে চলা ভোটের প্রচারে ইতি পড়েছে৷…

কলকাতা: শেষ লগ্নে পৌঁছে গিয়েছে লোকসভা নির্বাচন৷ আগামীকাল, অর্থাৎ শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন৷ বৃহস্পতিবার  প্রায় আড়াই মাস ধরে চলা ভোটের প্রচারে ইতি পড়েছে৷ রিপোর্ট বলছে, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক প্রচার কর্মসূচি হয়েছে৷ ভোট ঘোষণার পর থেকে রাজ্যে প্রায় ১ লক্ষ সভা, মিছিল-সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে ১ লক্ষ ১৯ হাজার ২৭৬টি কর্মসূচির আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ৯৫ হাজার আবেদনে সিলমোহর পড়ে৷

 

অন্যদিকে, রাজ্যের মধ্যে সব চেয়ে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুরে। খানে ১০,৬৮৮টি কর্মসূচি হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। আগামী ৪ জুন ফল ঘোষণা৷ এরই একটি নির্দেশিকা জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট গণনার কাজে কোনও শিক্ষককে কাউন্টিং এজেন্ট করা যাবে না। সরকারি এবং সরকার পোষিত স্কুলে কর্মরত শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া যাবে না। স্থায়ী কিংবা অস্থায়ী, সবার ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *