কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে এখনও বাকি আছে অনেক চমক, যত দিন যাচ্ছে ততই যেন স্পষ্ট হচ্ছে সেই ইঙ্গিত। রাজনীতির সঙ্গে টলিউড যোগের খোঁজ পাওয়া গিয়েছিল আগেই, কিন্তু এবছরের ভোটে যেন টলিউড আর রাজনীতি মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। বড়পর্দা হোক কিংবা ছোটো, একের পর এক পরিচিত তারকাদের রাজনীতিতে যোগদান চমক লাগাচ্ছে দর্শকদের মনে।
বস্তুত, ভোটমুখী বাংলায় টলিউডকে দলে টানার জন্য এবছর যেন অলিখিত প্রতিযোগিতা শুরু হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে। এহেন প্রাক-নির্বাচনী উত্তাপের আবহেই এদিন সকলকে চমকে দিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন একাধিক জনপ্রিয় টলি তারকা। ডানলপের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কারা কারা তুলে নিলেন তৃণমূলের পতাকা? আসুন চোখ রাখা যাক তাঁদের খুঁটিনাটিতে।
সায়নী ঘোষ: জনপ্রিয় এই টলিউড অভিনেত্রীর নাম রাজনীতির আঙিনায় ঘোরাফেরা করছিল বেশ কিছুদিন ধরেই। সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় সায়নী ঘোষ কিছুদিন আগে এক বিতর্কিত পোস্টের জেরে গেরুয়া সমর্থকদের রোষের মুখে পড়েন। তারপরের ঘটনাপ্রবাহ ক্রমাগত ইঙ্গিত দিচ্ছিল তৃণমূলে যোগ দিতে পারেন সায়নী। জল্পনা সত্যি করেই রাজনীতিতে এলেন ২৮ বছর বয়সী তরুণী অভিনেত্রী। রাজ চক্রবর্তী পরিচালিত ধারাবাহিক ‘প্রলয় আসছে’ থেকে টেলি দুনিয়ায় জনপ্রিয়তা লাভ করেছিলেন সায়নী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনয় জগতে তাঁর প্রতিভা সর্বজনস্বীকৃত।
রাজ চক্রবর্তী: ডানলপে দুদিন আগে যেখানে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদিন সেখান থেকেই মুখ্যমন্ত্রীর সভায় ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। সায়নী ঘোষের তৃণমূল যোগের ইঙ্গিত আগেই পাওয়া গেলেও রাজনীতিতে রাজ চক্রবর্তীর পদার্পণ একেবারেই অভাবনীয়। তবে রাজ চক্রবর্তী এলেও তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে রাজনীতির মঞ্চে দেখা যায়নি।
কাঞ্চন মল্লিক: টলিউডের জনপ্রিয় অভিনেতা, বিশেষত কৌতুক অভিনেতা হিসেবে কাঞ্চন মল্লিক অতি পরিচিত মুখ। এদিন তৃণমূলের পতাকা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় তাঁকেও।
মানালি দে: বাংলা ধারাবাহিকের জগতে অতি পরিচিত মুখ মানালি দে। বড়পর্দার অভিনয়েও তাঁকে দেখা গেছে বহুবার। ডানলপে তৃণমূলে টলিউডের মেগা যোগদান সভায় বাকিদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও।
জুন মালিয়া: টলিউডের অন্যতম জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই থাকেন জুন মালিয়া। দার্জিলিংয়ের এই অভিনেত্রী ৫০ বছর পার করলেও আজও অভিনয় জগতে সমান সমাদৃত। এদিন তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, “আমি আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব।”
মনোজ তিওয়ারি: শুধু টলিউডই নয়, ডানলপের মঞ্চে এদিন দেখা গেছে ক্রিকেট যোগও। ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন একসময়ে জাতীয় দলে খেলা বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। ক্রিকেট ছেড়ে রাজনৈতিক পতাকা তুলে নিয়ে তাঁর বার্তা “এখন যে খেলা চলছে সেই খেলা খেলতে চাই না।”
সুদেষ্ণা রায়: টলিউডের পরিচালক এবং প্রযোজক হিসেবে বিশেষ পরিচিত সুদেষ্ণা রায়। কেরিয়ারের শুরুতে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এদিন বাকিদের সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সুদেষ্ণা রায়।
দীপক রায়: বিনোদন জগতের বাইরে এদিন রাজনীতিতে পা রাখেন বিশিষ্ট চিকিৎসক দীপক রায়। মুখ্যমন্ত্রীর হাত থেকে ঘাসফুল পতাকা তুলে নেন তিনি।
অনন্যা চক্রবর্তী: শিক্ষা ক্ষেত্র থেকে তৃণমূলে এসেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অনন্যা চক্রবর্তী। একুশের রাজনৈতিক উত্তাপের আবহে এই যোগদানও বিশেষ তাৎপর্যপূর্ণ।