খড়্গপুর: গণনার দিনেও হিংসার ছবি অব্যাহত৷ উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের জঙ্গল মহল। বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তাদের গণনা কেন্দ্রে ঢোকার আগেই মারধর করা হয় বলে অভিযোগ। এজেন্টদের জামাকাপড় ছিড়ে ফেলা হয়৷ মেয়েদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলেও ভয়ঙ্কর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব, এজেন্ট এবং সমর্থকরা জেলা শাসকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে শুরু করে৷
ভোটগণনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বনগাঁও। দীনবন্ধু মহাবিদ্যালয়ে গণনাকেন্দ্রে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তোলে বিজেপি-সহ বিরোধীরা। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েক জনকে গণনাকেন্দ্র থেকে বার করে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় তাঁদের উপর চড়াও হয় বিজেপি’র লোকজন। বচসা বাধে তৃণমূল এবং বিরোধীদের মধ্যে। ক্রমেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়৷ দুই তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।