জঙ্গলমহলে জামা ছিঁড়ল বিজেপি’র মহিলা প্রার্থীর, বনগাঁয় মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর

জঙ্গলমহলে জামা ছিঁড়ল বিজেপি’র মহিলা প্রার্থীর, বনগাঁয় মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর

 খড়্গপুর: গণনার দিনেও হিংসার ছবি অব্যাহত৷ উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের জঙ্গল মহল। বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তাদের গণনা কেন্দ্রে ঢোকার আগেই মারধর করা হয় বলে অভিযোগ। এজেন্টদের জামাকাপড় ছিড়ে ফেলা হয়৷ মেয়েদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলেও ভয়ঙ্কর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব, এজেন্ট এবং সমর্থকরা জেলা শাসকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে শুরু করে৷ 

ভোটগণনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বনগাঁও। দীনবন্ধু মহাবিদ্যালয়ে গণনাকেন্দ্রে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তোলে বিজেপি-সহ বিরোধীরা। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েক জনকে গণনাকেন্দ্র থেকে বার করে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় তাঁদের উপর চড়াও হয় বিজেপি’র লোকজন। বচসা বাধে তৃণমূল এবং বিরোধীদের মধ্যে। ক্রমেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়৷ দুই তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গণনা শুরু হতেই রাজ্যে শুরু অশান্তি, নানুরে পুড়ল টায়ার-ডায়মন্ড হারবারে বোমাবাজি

গণনা শুরু হতেই রাজ্যে শুরু অশান্তি, নানুরে পুড়ল টায়ার-ডায়মন্ড হারবারে বোমাবাজি

কলকাতা: সকাল ৮টা৷ শুরু হল ভোট গণনা৷ এদিনও রাজ্যজুড়ে অশান্তির আঁচ৷ মঙ্গলবার প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে ভোট গণনা হবে। রাজ্যে মোট পঞ্চায়েত আসন সংখ্যা ৬৩,২২৯। পঞ্চায়েত সমিতিতে রয়েছে ৯,৭৩০টি আসন এবং জেলা পরিষদে রয়েছে ৯২৮টি আসন। তবে আজ ভোট গণনা হবে ৯১২টি আসনে৷ কারণ ১৬টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে আট হাজার দু’টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে, বিজেপি দু’টি এবং তিনটি আসনে জিতেছে সিপিএম। অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ৫৩টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০ আসনের মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ৯৮১টি আসন। অন্যরা জিতেছে ১০টি আসনে।

এদিকে, মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের নানুর৷ সেখানে সিপিএম কর্মীদের গণনাকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মারধর করা হয় বলেও জানা যাচ্ছে। প্রতিবাদে কিন্নাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএম কর্মীরা। 

গণনা শুরু হতে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও। সেখানে ফকির চাঁদ কলেজে সিপিএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর পরেই শুরু হয় বোমাবাজি৷ যদিও অভিযোগ মানতে নারাজ শাসকদল। এখানেও ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিএমের।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *