কমিশনের আবেদনে বাংলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! জেলাপিছু কতজন জওয়ান থাকবেন?

কমিশনের আবেদনে বাংলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! জেলাপিছু কতজন জওয়ান থাকবেন?

 কলকাতা: কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন৷ কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর কথা বলা হয়েছে৷ শীর্ষ আদালতের সেই নির্দেশ পাওয়ার পর জেলাপিছু মাত্র ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। এর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যে ২২ কোম্পানি বাহিনী পাঠানোর তোড়জোড় শুরু হয়। জানা গিয়েছে, বাংলয় ৬ কোম্পানি সিআরপিএফ, ৮ কোম্পানি বিএসএফ, ৪ কোম্পানি সীমা সুরক্ষা বল এবং ৪ কোম্পানি আইটিবিপির জওয়ান পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে মোট কত সেনা আসছে? 

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ১টি কোম্পানিতে ১০০ জন জওয়ান ও আধিকারিক থাকেন। তার মধ্যে ৮০ জনকে বুথে বুথে মোতায়েন করা যায়। বাকিরা জওয়ানদের রসদ ও খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করে থাকেন। এমতাবস্থায় বিরোধীদের অভিযোগ, মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশন আদালতের রায় নিয়ে প্রহসন করছে৷ জেলা পিছু ১০০ জন জওয়ান কতটুকু কী করতে পারবেন৷ প্রশ্ন উঠেছে৷ তবে কমিশনের আবেদন পাওয়া মাক্রই রাজ্যে বাহিনী পাঠাতে প্রস্তুত হয় অমিত শাহের মন্ত্রক।