রাজ্য জয়েন্টের পরীক্ষা-সূচি বদলের আর্জি JEE-র প্রথম শ্রীমন্তীর

রাজ্য জয়েন্টের পরীক্ষা-সূচি বদলের আর্জি JEE-র প্রথম শ্রীমন্তীর

কলকাতা: পরীক্ষার্থীদের কাছে সব পরীক্ষাই সমান গুরুত্বপূর্ণ৷ সে ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা একই দিনে পড়লে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের৷ যেমন এবছর রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রবেশিকা পরীক্ষার (ডব্লিউবিজেইই) এবং পদার্থ বিজ্ঞানে অলিম্পিয়াড পরীক্ষা একই দিনে অর্থাৎ ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে৷ তাই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে পরীক্ষার সময়সূচী পরিবর্তন করার আবেদন জানালেন রাজ্য থেকে এবছর ন্যাশনাল জয়েন্ট এন্ট্রান্স মেইন (এনএটি জেইই মেইনস)-পরীক্ষায় রাজ্য প্রথম স্থান অধিকারী শ্রীমন্তী দে৷

শ্রীমন্তী রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী৷ ন্যাশনাল জয়েন্ট এন্ট্রান্স মেইন-২০২০ পরীক্ষায় ৯৯.৯৯ পার্সেন্টাইল পাওয়া শ্রীমন্তী 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-কে জানিয়েছেন যেহেতু পরীক্ষার দিন ঘোষণা করে দিয়েছে রাজ্য জয়েন এন্ট্রান্স বোর্ড তাই সেখানে পরিবর্তন আনা সম্ভব নয় কিন্তু একইদিনে ফিজিক্স অলিম্পিয়াড পরীক্ষার বিষয়টি চিন্তাভাবনা করে বোর্ড যদি সময়সূচী পরিবর্তন করতে পারে অথবা দুটো শিফটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে তাহলে উপকৃত হবে রাজ্যের বহু পরীক্ষার্থী৷ যেহেতু ফিজিক্স অলিম্পিয়াড পরীক্ষার শিডিউল সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত৷ সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ১১টার পরিবর্তে ২টো থেকে শুরু করার জন্য বোর্ডের কাছে আবেদন জানিয়েছে শ্রীমন্তী৷

তবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে থেকে চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, প্রায় ৯০,০০০ শিক্ষার্থীর কথা মাথায় রেখে শেষ মুহূর্তে পরীক্ষার সময়সূচীতে কোনও ভাবেই পরিবর্তন আনা যাবে না৷
কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান গ্রহণ করেছে৷ অষ্টাদশী এই ছাত্রীর পরবর্তী লক্ষ্য জেইই অ্যাডভান্সড৷ এই পরীক্ষাটি হবে আগামী ১৭ মে৷ শ্রীমন্তীর মতে এই পরীক্ষাটি সবচেয়ে কঠিন কারণ এই পরীক্ষায় জ্ঞানের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের ধারণার ওপর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eight =