মূল্যবান ভোট বিক্রি নয়, বিকল্প NOTA! প্রথম দফার আগে বার্তা বুদ্ধিজীবীদের

সুদীপ্তা চক্রবর্তী, দীপ দাশগুপ্ত, পিকে ব্যানার্জীকে দেখা গেছে এই ভিডিওতে

কলকাতা: রাত পোহালেই শুরু হয়ে যাবে ভোট যুদ্ধ। একুশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ঠিক একদিন আগে ভোট উন্মাদনায় কার্যত ফুটছে বাংলা। একদিকে যেমন গত লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে দ্বিগুণ উদ্যমে নীল বাড়ি দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এই দুই শিবিরকে সমান তালে টেক্কা দিয়ে চলেছে ত্রিমুখী জোট শক্তিও। এমতাবস্থায়, রাজ্যে নির্বাচনী সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ গ্রহণ করলেন তারকা বুদ্ধিজীবীরা।

নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান ভোট কারোর কাছে বিক্রি না করে সচেতন ভাবে নিজেকেই দিতে হবে, এক ভিডিও বার্তার মাধ্যমে এমনটাই জানিয়েছেন বঙ্গ বুদ্ধিজীবীদের একাংশ। শুধু তাই নয়, যদি নানা দলের প্রার্থীর ভিড়ে কাকে ভোট দেওয়া হবে তা ভেবে না পাওয়া যায় তবে নোটা (NOTA) বাটনে নিজের মূল্যবান ভোটটি দেওয়ার কথাও জানানো হয়েছে। ভোট শুরুর দুদিন আগে এই ভিডিও বার্তা নাগরিকদের জনসচেতনতা বাড়াতে কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামক বেসরকারি সমীক্ষক সংস্থার তরফে এই ভিডিও তৈরি করা হয়েছে। এই সংস্থা মূলত ভারতীয় গণতন্ত্র নিয়ে কাজ করে থাকে। মাত্র ৫৫ সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা গেছে ক্রীড়া, বিনোদন থেকে শুরু করে সাংবাদিকতা, বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিত্বকে। আর তাঁরা সবাই মিলেই একজোটে দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের বার্তা।

ঠিক কারা কারা রয়েছেন এই সচেতনতামূলক ভিডিওতে? রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত, টলিউড জগতের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এমনকি ভারতীয় ফুটবল দুনিয়ার প্রবাদপ্রতিম খেলোয়াড় পি কে ব্যানার্জীও। এছাড়া সঙ্গীতশিল্পী উজ্জয়িনী মুখার্জী এবং স্বনামধন্য সাংবাদিক তথা লেখক কিশলয় ভট্টাচার্যকে দেখা গেছে জনসচেতনতামূলক প্রচার করতে। একযোগে সকলেই বলেছেন, “যদি মনে হয়, এত লোকের মাঝখানে আপনি খুঁজে পাচ্ছেন না কাকে ভোট দেবো, তাহলে ভোট বাক্সে একটা বোতাম আছে NOTA, ওইটা টিপে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ।”

এখানেই শেষ নয়, ভোট প্রচারে যে বা যাঁরা বিশাল টাকা খরচ করছেন, তাঁদের ভোট না দেওয়ার কথাও বলা হয়েছে এই ভিডিওতে। নির্বাচন কমিশনের তরফে ভোটের প্রচারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করে দেওয়া হয়েছে, আর সেটা হল ২৮ লক্ষ টাকা। প্রচারের কাজে এর চেয়ে বেশি টাকা খরচ করলে “তাঁকে একদম ভোট দেবেন না”, স্পষ্ট জানিয়েছেন বঙ্গ বুদ্ধিজীবীরা। বঙ্গ রাজনীতির সাম্প্রতিক আবহে সচেতনতামূলক এই ভিডিওর গুরুত্ব অপরিসীম, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =