chopra
কলকাতা: বিএসএফের ‘গাফিলতি’তে চার শিশুর মৃত্যু ঘিরে উত্তাল চোপড়া। তৃণমূলের দাবি মেনে চোপড়ার সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করার পর নিহত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পাশে থাকার আশ্বাস দিয়ে নিজের মোবাইল নম্বরও দেন। যাতে প্রয়োজন পড়লে তাঁরা সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করে কথা বলতেন পারেন৷ শুধু পাশে থাকার বার্তাই নয়, সন্তান হারা ৪ পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও দিয়েছেন রাজ্যপাল বোস৷ এদিকে, রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা৷ পুরো বিষয়টি কেন্দ্রকে জানানো হবে বলেও জানান রাজ্যপাল৷