supreme court
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি। এই বছর আর শুনানিই হবে না৷ আগামী ফেব্রুয়ারি মাসে ফের ডিএ মামলাটি শুনবে শীর্ষ আদালত। এই নিয়ে দশম বারের জন্য শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি পিছল৷ শুক্রবার সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি হৃষিকেশ রায় এবং সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।
ডিএ মামলায় কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছিল৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সরকার। ২০২২ সালের ৩ নভেম্বর শীর্ষ আদালতে ডিএ মামলা দায়ের করা হয়। প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। ওই দিন সুপ্রিম কোর্ট বলেছিল, পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর৷ ওই দিনের মধ্যেই মামলা শেষ হবে। পরে রাজ্য আইনজীবী বদল করে৷ মুকুল রোহতাগির বদলে দায়িত্ব দেওয়া হয় অভিষেক মনু সিঙঘভিকে৷ এর পর থেকেই একের পর এক তারিখ দেওয়া হয়েছে৷ নানা কারণে প্রতিবারই শুনানি পিছিয়ে গিয়েছে। গত ১৪ জুলাই নবম বার ডিএ মামলার হেয়ারিং পিছোয়৷ সেই সময় ৩ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়৷ এদিন মামলাটি উঠলে ফের শুনানি পিছিয়ে যায়৷
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘লক্ষ-কোটি টাকা ব্যয় করে ডিএ মামলার ১০বার শুনানি হয়ে গেল সুপ্রিম কোর্টে! ফলাফল জিরো। আবার দীর্ঘদিন পিছিয়ে গেল মামলার পরবর্তী শুনানি! এই দীর্ঘ বিলম্বিত বিচার পদ্ধতি আমাদের মনে বেশ কিছু প্রশ্নের উদ্রেক করছে। যা ভবিষ্যতের ক্ষেত্রে কোনোভাবেই মঙ্গলজনক নয়।’’