কয়লা-গরু কাণ্ডে ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে, প্রার্থীদের টাকা: শুভেন্দু

কয়লা-গরু কাণ্ডে ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে, প্রার্থীদের টাকা: শুভেন্দু

4ec790bcee7c8e91094a07d90a2cb23f

 

কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার ভোট শেষ হতেই কয়লা-গরু কাণ্ডে ফের সরব নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ আজ দুপুরে সাংবাদিক বৈঠক বিজেপি করে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী৷ ফের খুঁচিয়ে তুলেল কয়লা-বালি-গরু পাচারকাণ্ড৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর কাছে বালি-গরু-কয়লা পাচারের ৯০০ কোটি টাকা গিয়েছে বলেও তোলেন অভিযোগ৷ 

সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, গরু-কয়লা-বালি পাচারকে কেন্দ্র করে অনেকগুলি কথোপকথন সামনে এসেছে৷ ভাইপো ও বিনয় মিশ্রের কথোপকথন প্রকাশ্যে এসেছে৷ শুভেন্দুর দাবি প্রায় ৯০০ কোটি টাকা ভাইপোকে পাইয়ে দিয়েছে সিবিআইয়ের খাতায় ফেরার বিনয় মিশ্র৷ অশোক মিশ্রের চক্ররা এর পিছনে রয়েছে বলেও দাবি শুভেন্দুর৷ সাংবাদিক বৈঠকে শুভেন্দুর দাবি, কয়লা ও গোরু পাচারের টাকা গিয়েছে ভাইপোর কাছে৷ পুলিশের একাংশ ওই চক্রে জড়িত বলেও দাবি শুভেন্দুর৷ গোটা দুর্নীতিতে যুক্ত ব্যানার্জি পরিবার৷ গোটা ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব এড়াতে পারেন না বলেও দাবি শুভেন্দুর৷ এদিন শুভেন্দু আরও অভিযোগ, এই পাচারের টাকা তৃণমূল ভোটের কাজে ব্যবহার করছে৷ তৃণমূলের প্রচারের দায়িত্বে থাকে সাংস্থাকে নিয়ে এই টাকা বিলির অভিযোগ শুভেন্দুর৷ কোন প্রার্থী কত টাকা পেয়েছে? তার তালিকা আগামী দিনে প্রকাশের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দুর৷

শুভেন্দুর পাশাপাশি সাংবাদিক বৈঠকে অমিত মালব্য বলেন, কয়লা থেকে শুরু করে গরু ও মানব পাচারের টাকা পৌঁছে গিয়েছে ভাইপোর কাছে৷ প্রতি মাসে ৪০ কোটি টাকা পাঠানো হত বলেও অভিযোগ অমিত মালব্যর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *