‘খলিস্তানি’ মন্তব্যে অস্বস্তিতে পদ্মশিবির, রাজ্য দফতরের সামনে রাতভর ধর্না শিখ ধর্মাবলম্বীদের

‘খলিস্তানি’ মন্তব্যে অস্বস্তিতে পদ্মশিবির, রাজ্য দফতরের সামনে রাতভর ধর্না শিখ ধর্মাবলম্বীদের

bengal bjp

কলকাতা: বিজেপি নেতৃত্বের ‘খলিস্তানি’ মন্তব্যে তোলপাড় রাজ্য৷ যিনি এ কথা বলেছেন তাঁকে ‘মূর্খ’! এমনই মন্তব্য করেছেন বিজেপির একমাত্র শিখ সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং অহলুওয়ালি৷ এদিকে, খলিস্তানি মন্তব্যের প্রতিবাদে রাতভর রাজ্য বিজেপির দফতরের বাইরে ধর্নায় বসেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। 

মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার সময় ধামাখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের বচসার মধ্যে পাগরিধারী শিখ পুলিশ আধিকারীককে লক্ষ্য করে ‘খলিস্তানি’ বলে আক্রমণ শানানো হয় বিজেপি শিবির থেকে। অভিযোগে, বিডেপি নেত্রী অগ্নিমিত্রা পল এই মন্তব্য করেছেন। প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকেই গেরুয়া শিবিরের রাজ্য দফতরের সামনে ধর্নায় বসেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। রাতভর বিক্ষোভ চালানো পর বুধবার সকালেও একই ছবি দেখা যায় উত্তর কলকাতার। যার জেরে স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন শুভেন্দু অধিকারীরা।  বিজেপির বিরোধী স্লোগানে সরগরম উত্তর কলকাতার মুরলীধর সেন লেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + seven =