‘রবি ঠাকুরের দেশে কোনও ভারতীয় বহিরাগত নয়’, মমতাকে জবাব মোদীর!

‘রবি ঠাকুরের দেশে কোনও ভারতীয় বহিরাগত নয়’, মমতাকে জবাব মোদীর!

9beaec707863672eb8e250ebbe1286aa

 

কলকাতা: বাংলায় কে স্বাগত, কে বহিরাগত – তার জবাব দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাঁথিতে এক জনসমুদ্রের সামনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন – দিদি আপনি আমাদের বহিরাগত বলছেন! এই বাংলার পবিত্র ভূমি থেকে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন – বন্দেমাতরম।  যে মাটি থেকে এই মন্ত্র উচ্চারিত হয়েছিল সেখানে কোনও ভারতবাসী কি বহিরাগত হতে পারে – প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মোদি।

শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্ত্ব প্রশ্নের মুখে পড়েছে। বুধবার মোদি বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুর, সুভাষ চন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরার উদাহরণ দিয়ে বলছেন – ”এই ব্যক্তত্বদের ভূমি থেকেই স্বাধীন ভারতের মন্ত্র উচ্চারিত হয়েছিল। এই ভূমিতে ভারতবাসিরা কেউ বহিরাাগত হতে পারে না দিদি ….।” জাতীয় সঙ্গীত উদ্ধৃত করে মোদি বলেছেন , রবি ঠাকুর লিখেছিলেন, ”পঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা – দ্রাবিড়, উৎকল, বঙ্গ। সেই বঙ্গে কোনও ভারতবাসীকে কেউ বহিরাগত বলবে তা কী করে মেনে নেওয়া যায়?”

বিজেপির অন্তর্দলীয় তদন্ত বলছে, এই মুহুর্তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে দল। দেশের অন্য কোনও রাজ্যে এতটা সম্ভাবনা নেই। তাই বিজেপির ক্ষেত্রে  – পশ্চিমবঙ্গে এবার, নয়তো নেভার। ২০১৯ সালে শেষ লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন জিতেছিল। ৪০.৬৪ শতাংশ ভোট তারা নিশ্চিত করেছে। যা ২০১৪ সালের লোকসভা নির্বাচনের থেকে ২২.৭৬ শতাংশ বেশি। এই ব্যাপক ভোট বৃদ্ধি ইঙ্গিত করে কোনও কারণে বিপুল সংখ্যক মানুষ বিজেপির দিকে ঝুঁকেছে। তা যে ধর্মীয় মেরুকরণ, তা বলার অপেক্ষা রাখে না। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি বিধানসভায় বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং বামদলগুলি ফলাফল বিচার করতে হয় তবে দেখা যাবে বিজেপি প্রায় ১২২টি আসনে এগিয়ে রয়েছে। ৪৩.৬৯ শতাংশ ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস ২২টি আসনে জিতেছিল। লোকসভার ফলাফল বিচার করলে ১৬৩টি আসলে তৃণমূলের এগিয়ে থাকার কথা। আপাতদৃষ্টিতে লোকসভার নিরিখে বিচার করলে বোঝা যায় তৃণমূল অন্তত ৪১টি আসনে এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *