বাংলায় বেড়েছে কর্মসংস্থান, তথ্য দিলেন তৃণমূল সাংসদ

বাংলায় বেড়েছে কর্মসংস্থান, তথ্য দিলেন তৃণমূল সাংসদ

928f5f9a095df15ba514e574734036a0

নয়াদিল্লি: বেকারত্বের ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রাজ্য ও কেন্দ্রে বেকারদের হ্রাস-বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন সাংসদ। তাঁর বক্তব্য, ২০২০ সালে গোটা দেশে বেকারত্বের হার ব্যাপকভাবে বাড়লেও রাজ্যে তা অনেক কমেছে।

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে লিখেছেন, ‘‘২০২০ সালে করোনা ও‌ লকডাউনের কোপে পড়ে সারা দেশে বেকারত্ব প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানে বাংলায় প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে বেকারত্বের হার।’’ এরপরে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে তিনি তার দাবিকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করেছেন।

ডেরেক জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে প্রচুর কর্মসংস্থান হয়েছে। এই সেক্টরে ২০১০-১১ সালের ৯০ হাজার থেকে কর্মসংস্থান বেড়ে ২ লক্ষ ১০ হাজার হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্যে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে। এছাড়াও চলতি অর্থবছরে রাজ্যে ১০০ দিনের কাজে ১ কোটিরও বেশি মানুষ কাজ পেয়েছেন। বাংলার মানুষের কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘যুবশ্রী’, ‘কর্মভূমি’, ‘উৎকর্ষ বাংলা’, ‘কর্মসাথী’ ইত্যাদি অনেক প্রকল্প রয়েছে। আবার ভবিষ্যতে তাজপুর সমুদ্র বন্দর প্রকল্পে রাজ্যে নতুন করে কর্মসংস্থান শুরু হবে বলেও আশাবাদী তৃণমূল সাংসদ।

ডেরেকের দাবি, তৃণমূল সরকারের আমলে রাজ্যে ১ কোটি কর্মসংস্থান হয়েছে। যে সংখ্যাটা ইদানিং বহু জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির প্রায় প্রতিটি সভাতেই উঠে আসছে বেকারত্ব ইস্যু। কেন্দ্রীয় নেতৃত্বেরা রাজ্যে প্রচারে এসে এই ইস্যুতে তৃণমূল সরকারকে বিঁধেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসও লকডাউনের দেশের কর্মসংস্থান নিয়ে জবাব দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *