করোনা সন্দেহ রোগীর চাপে ঠাঁই নেই বেলাঘাটায়! চলছে রেফার পর্ব

করোনা সন্দেহ রোগীর চাপে ঠাঁই নেই বেলাঘাটায়! চলছে রেফার পর্ব

কলকাতা: বাংলায় প্রথম লন্ডন ফেরত যুবকের শরীরে মিলেছে করোনা সংক্রমণ৷ আর তাঁর রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যলয় নবান্নে ছড়িয়ে আতঙ্ক৷ সংক্রমণ রুখতে নবান্নে শুরু হয়েছে সাফাই পর্ব৷ করোনা নিয়ে সাধারণ জনতার মধ্যেও ছড়িয়ে আতঙ্ক৷ আর তাঁর প্রভাব পড়েছে হাপাতালেও৷  করোনা সন্দেহ রোগীর চাপে ঠাঁই নেই বেলাঘাটায়! চলছে রেফার পর্ব৷

করোনা সন্দেহে রোগীর চাপে ঠাঁই নেই বেলেঘাটা আইডি হাসপাতালে৷  জায়গা সংকুলান হচ্ছে না বেলেঘাটা হাসপাতালে৷ আর জেরে কারোনা সন্দেহে আসা রোগীর চাপে ঠাঁই নেই পরিস্থিতি তৈরি হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে রোগীদের রেফার করা হচ্ছে আর জি কর হাসপাতালে৷ বেলেঘাটা আইডি হাসপাতলে যে কটি আইসোলেশন ওয়ার্ড আছে, তাতে এই মুহূর্তে করে কোনও রোগীর ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না৷ ফলে, চাপ কমাতে আরজি কর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেফার পর্ব চলছে৷

এই মুহূর্তে নোবেল করোনাভাইরাস সন্দেহে ভর্তি হওয়া রোগীদের চাপে স্থান সংকুলন দেখা গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতলে৷ আজ, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আসা ৫৫ বছরের এক ব্যক্তিকে প্রথমে বেলেঘাটায় নিয়ে যাওয়া হয়৷ পরে সেখান থেকে তাঁকে  রেফার কয়েছে আরজি কর হাসপাতালে৷ রোগীর চাপে নাভিশ্বাস অবস্থা দেখা দিয়েছে স্বাস্থ্য কর্মীদের৷

সূত্রের খবর, হাসপাতালে যতগুলি আইসোলেশন ওয়ার্ড রয়েছে, তা পূর্ণ হয়ে গিয়েছে৷ নতুন করে রোগী ভর্তি নেওয়া আর সম্ভব হচ্ছে না৷ সেই কারণ দেখিয়ে এক নারকেলডাঙ্গার বাসিন্দা এক ৫৫ বছরের এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে বেলেঘাটা আইডিতে৷ কিন্তু, বেলেঘাটা আইডি সেখান থেকে রেফার করে দিয়েছে আরজি কর মেডিকেল কলেজে৷ আরজি কর হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসকরা পরীক্ষা শুরু করেছেন৷

আজ সকাল থেকেই বেলেঘাটা আইডি হাসপাতালে রোগীর চাপ বেশ খানিকটা বেশি ছিল৷ শুধুমাত্র নোবেল করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সন্দেহে রোগীরা যেমন ভিড় করেছেন, অন্যান্য রোগীরাও আসছেন ডাক্তার দেখাতে৷ দিনে দিনে বাড়ছে করোনা সন্দেহে আসা রোগীদের ভিড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 10 =

সুখবর! করোনা সন্দেহে ভর্তি ৬ রোগীকে ছুটি দিচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল

সুখবর! করোনা সন্দেহে ভর্তি ৬ রোগীকে ছুটি দিচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল

কলকাতা: করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন৷ তাঁদের মধ্যে ৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে স্বাস্থ্য দপ্তর৷ ইতিবাচক রিপোর্ট মেলায় এখনও ৬ জনকে ছুটি দিতে চলেছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ৷

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত সন্দেহে শনিবার দিনভর ১০ জন রোগীকে ভর্তি করা হয়েছিল৷ ১০ জনের মধ্যে বিদেশ ফেরত এক কলকাতার বাসিন্দা ছিলেন৷ তিনি সুইজারল্যান্ড থেকে সদ্য ফিরেছিলেন৷ শনিবার ভর্তি হওয়া ১০ জনের মধ্যে ৬ জনের নমুনা রিপোর্ট পাঠানো হয় বেলেঘাটা নাইসেডে৷ ৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর৷ ইতিমধ্যেই নাইসেডের তরফে রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে৷ বাকি ৪ জন চিকিৎসাধীন রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে, সেই ৪ জনের নমুনা এখনও পর্যন্ত পরীক্ষার জন্য পাঠানো হয়নি৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ৪ জনকে এখন পর্যবেক্ষণে রাখা হচ্ছে৷ কারণ তাঁরা যে শারীরিক সমস্যার কথা চিকিৎসক জানিয়েছেন, এখনও পর্যন্ত নোবেল করোনা ভাইরাসের লক্ষণের সঙ্গে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না৷ ফলে, তাদেরকে নমুনা এখনও পর্যন্ত পরীক্ষার জন্য না পাঠিয়ে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, শনিবার ভর্তি হওয়া ৬ জনের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে৷ সেই নমুনা চিকিৎসকরা পরীক্ষা করার পর জানতে পারেছে, তাঁরা আক্রন্ত নন৷ নেগেটিভ এসেছে রিপোর্ট৷ আজ বিকেলের পর সেই রিপোর্ট স্বাস্থ্য ভবন পাঠানো হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, রিপোর্ট দেখার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ অথবা আগামীকাল ওই ৬ জনকে ছেড়ে দেওয়া হতে পারে৷ এখনও পর্যন্ত বেলেঘাটা আইডি হাসপাতালে যাঁরা চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে কলকাতার বাসিন্দা কয়েকজন রয়েছেন৷ এছাড়াও বিভিন্ন জেলার রোগীরা রয়েছেন৷ আজ নতুন করে বেলেঘাটা আইডি হাসপাতলে কোনও করোনা সন্দেহে রোগী ভর্তি হননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 19 =