কলকাতা: শুক্রবার ভোরে বেহালার ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারায় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকার। বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় তাকে পিষে দিয়ে যায় পুরসভার একটি মাটিবোঝাই লরি। এই ঘটনার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালা চৌরাস্তায়। সেই ঘটনায় রিপোর্ট তলব করল নবান্ন । পৃথক ভাবে রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দফতরও। এদিকে, হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে থেকে ওই লরি চালককে আটক করেছে হাওড়া ট্র্যাফিক পুলিশ। তাঁকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
আজ ভোর সাড়ে ছ’টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ এর পরেই বাচ্চাটির মৃতদেহ রাস্তায় আটকে রেখেই তুমুল বিক্ষোভ শুরু হয় ডায়মন্ড হারবার রোডে। স্থানীয় উত্তেজিত মানুষ সরকারি বাসে ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয় পুলিশের ভ্যানেও। গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরনীলের বাবাকে। প্রথমে জানা গিয়েছিল, মৃত্যু হয়েছে তাঁরও৷ পরে জানা যায় আপাতত পিজি ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজই অস্ত্রোপচার হবে তাঁর৷
এই ঘটনার পর বেহালা চৌরাস্তায় ট্র্যাফিক পরিষেবা নিয়ে বড়সড় অভিযোগের আঙুল উঠেছে। বড়িশা হাইস্কুলের হেডমাস্টারের অভিযোগ, স্কুলের সামনে পথ নিরাপত্তা পর্যাপ্ত নয়। বারবার বলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি৷ এই ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন৷ তাঁর কথায়, পুলিশ সতর্ক হলে আজ ছেলেটাকে হারাতে হতো না।