রণবীর কাপুর নয়, রণবীর সিং-এর কাছে গিয়েছিল ‘অ্যানিম্যাল’-এর অফার! কেন ফেরালেন?

রণবীর কাপুর নয়, রণবীর সিং-এর কাছে গিয়েছিল ‘অ্যানিম্যাল’-এর অফার! কেন ফেরালেন?

ranbir kapoor 

মুম্বই: শুরুতেই ছক্কা৷ বক্স অফিসে উঠেছে ‘অ্যানিম্যাল’ ঝড়। মুক্তির দিনই একশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানার ছবি। কিন্তু জানেন কি, এই চরিত্রের জন্য রণবীর কাপুর পরিচালক-প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন না। তাঁর আগে এই ছবি অফার করা হয়েছিল রণবীর সিংকে৷ কিন্তু তিনি রণবিজয়ের চরিত্রে অভিনয় করতে চাননি। এমনটাই কানাঘুষো৷ কিন্তু কেন ‘অ্যানিমেল’-এ অভিনয় করতে চাননি দীপিকার স্বামী? 

সূত্রের খবর, এই ছবিতে রণবিজয় সিংয়ের চরিত্রটি অত্যন্ত ডার্ক মনে হয়েছিল রণবীর সিংয়ের। এতটা হিংস্র ও জটিল চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি৷ সেই কারণেই ‘অ্যানিম্যাল’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে রণবীর সিং এই প্রথম সন্দীপের ছবি ফিরিয়ে দিয়েছেন, তেমনটা কিন্তু নয়৷  ‘কবীর সিং’ হওয়ার জন্য শাহিদ কাপুরের আগে নাকি প্রস্তাব গিয়েছিব রণবীর সিং-এর কাছেই৷ একই কারণে সেই প্রস্তাবও নাকচ করে দিয়েছিলেন বলিউডের ‘বাজিরাও’। অন্যদিকে শোনা যাচ্ছে, রশ্মিকার চরিত্রটি জন্য সন্দীপের পহেলা পসন্দ ছিলেন পরিণীতি চোপড়া৷ তিনি রাজি না হওয়ায় ডাক পান রশ্মিকা৷ 

আবার শোনা যাচ্ছে, ভিকি কৌশলের আগে ‘স্যাম বাহাদুর’ ছবির জন্য রণবীর সিংকে প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু অভিনেতা তখন কপিল দেবের বায়োপিক ‘৮৩’- নিয়ে ব্যস্ত ছিলেন৷ তাই মেঘনার প্রস্তাও ফেরাতে হয়েছিল তাঁকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 3 =