১ বছরে ১৮ লক্ষ! এই স্টক কিনে রাখলে মালামাল হয়ে যেতেন

১ বছরে ১৮ লক্ষ! এই স্টক কিনে রাখলে মালামাল হয়ে যেতেন

3 stocks recomended

কলকাতা: ১ বছরেই ১৫২৮ শতাংশ রিটার্ন এনেছে এই স্টক৷ এই আইপিও কিনে রাখলে পেতেন ১৮ লাখ৷ কোন সংস্থার শেয়ারে এত রিটার্ন পাওয়া যাচ্ছে?

এই খবরটা শুনে এখন অনেকেই হয়তো হাত কামড়াচ্ছেন৷ সংস্থার নাম আরবিএম ইনফ্রাকন। এক বছরের একটু বেশি সময় ধরে বিনিয়োগকারীরা এই শেয়ার থেকেই পেতে পারতেন ১৭.৫৮ লাখের মুনাফা। ২০২৩ সালে বাজারে এসেছিল এই আইপিও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের SME ক্যাটাগরিতে লিস্টেড হয়েছিল এই সংস্থা। আর সেই থেকে আজকের দিন পর্যন্ত কেউ যদি এই আইপিওতে বিনিয়োগ ধরে রাখতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ১৫২৮ শতাংশ রিটার্ন পেতেন। এক বছরের একটু বেশি সময় ধরে বিনিয়োগকারীরা এই শেয়ার থেকেই পেতে পারতেন ১৭.৫৮ লাখের মুনাফা। আপনিও যদি বুঝতে চান কোন স্টকে কখন বিনিয়োগ করতে হবে তাহলে বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। সেজন্যই কল করতে পারেন ৯০৯৩২১১২১১ নম্বরে৷ 

আরবিএম ইনফ্রাকন বুধবার ১০ এপ্রিল প্রথমার্ধে এই শেয়ারে কোনও কেনাবেচা দেখা যায়নি। বাইং ফ্রিজ ছিল। পরে দ্বিতীয়ার্ধেও আবার খুব কম ভলিউমে এই শেয়ারে ট্রেডিং দেখা যায়। ৫৮৬.২০ টাকাতেই ফ্ল্যাট থাকে শেয়ারটি । তাঁর আগেরদিন অর্থাৎ মঙ্গলবার এই শেয়ারের দাম ৪.৯৮ শতাংশ কমতে দেখা গিয়েছিল। তবে কিছু কিছু বাজার বিশেষজ্ঞ বলছেন এখন খুব কম ভলিউমে ট্রেড করলেও আগামীতে এই শেয়ারের দাম বাড়বে ৬০০ টাকা পর্যন্ত। বেশ কিছু মাস ধরেই এই শেয়ারের দাম ছুঁয়েছিল আপার সার্কিটে।

২০২৩ সালের ৪ জানুয়ারি এই আরবিএম ইনফ্রাকনের আইপিও বাজারে ৪৬ শতাংশ প্রিমিয়ামে লঞ্চ হয় ৫২.৫ টাকায়। এর ইস্যু প্রাইস ছিল ৩৬ টাকা। প্রথম দিনেই যদিও এই শেয়ার ৫৩.১ শতাংশ বেড়ে হয় ৫৫.১ টাকা। এই বছর ফেব্রুয়ারি মাসে আরবিএম ইনফ্রাকনের শেয়ার সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে ৭৪৪ টাকার সীমা। ২০২৩ সালের জুলাই মাসে এই সংস্থার সর্বকালীন নিম্নসীমা ছিল ৫০.৫ টাকা, সেখান থেকে এক বছরের মধ্যেই ৮৬৭.০১ শতাংশ বেড়ে গিয়েছে আরবিএম ইনফ্রাকন শেয়ারের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =