দুঃস্থ কৃতী ছাত্রীদের পাশে বিডিও, উদ্যোগের মূল কাণ্ডারী শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ

দুই কৃতী ছাত্রীর এই সাহায্য পাওয়ার মূল কাণ্ডারী শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ স্বাভাবিকভাবেই আনন্দিত। তাঁরা চাইছেন, সাধারণ মানুষ যেন যতটা সম্ভব দুই ছাত্রীর পাশে দাঁড়ায়। দুই ছাত্রীর উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব প্রশাসনের সঙ্গে যৌথভাবে নেওয়ার ঘোষণাও করেছে তারা৷

c2dbf766ca19bd356ee81c51f0d0b356

ডায়মন্ডহারবার: উচ্চ মাধ্যমিকে অসাধারণ সাফল্যের পরেও পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল দুই কৃতী ছাত্রীর। কারণ সেই এক এবং অদ্বিতীয় দারিদ্র। কিন্তু সুখবর হল, কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ফের ভবিষ্যত গড়ার পথে সেই পড়ুয়ারা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ব্লকের দুই দুঃস্থ সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রীদের সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন মাননীয় জেলা উন্নয়ন আধিকারিক (বিডিও) মিলন তীর্থসামন্ত এবং শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম৷

আরও পড়ুন: কুর্নিশ! ওয়ার্ল্ড বুকে ‘সেরা সমাজসেবী’র সম্মানে কলকাতা পুলিশের ‘শবর পিতা’

 

ষাটমণীষা গ্রামের ছাত্রী রাসনা খাতুন উচ্চ মাধ্যমিকে ৯৬.৪ শতাংশ নম্বর পেয়েছে (৪৮২)। ইংরাজী অনার্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ভবিষ্যতে WBCS বা IAS হতে চায় সে৷ বাবা ওমর মন্ডল পেশায় দর্জি কারিগর৷ লকডাউনে কর্মহীন অবস্থায় সংসার চালাতে হিমশিম অবস্থা তাঁর। মেয়ের কন্যাশ্রীর টাকাতে সংসার চলছে কোনওরকমে৷ গত শুক্রবার বিডিও সাহেব তাঁর বাড়ি যান। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের উদ্যোগে তাঁকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাসের সঙ্গে ১০ হাজার টাকা প্রাথমিক সাহায্য করেন৷

আরও পড়ুন: ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বার প্রাণ বাঁচালেন ২ তরুণ সরকারি চিকিৎসক

 

আজ সকালে (মঙ্গলবার) বিডিও সাহেব শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের উদ্যোগে দেখা করে শুভেচ্ছা জানান আর এক মেধাবী ছাত্রী কবিরা গ্রামের হাসিনা হাবিবকেও৷ উচ্চ মাধ্যমিকে ৯০.৬ শতাংশ (৪৫৩) নম্বর পেয়েছে সে৷ বাবার একটা ছোট্ট ভাড়ার চায়ের দোকান রয়েছে গুরুদাসনগরে৷ বাবা-মা দুজনই দোকানে থাকেন৷ তিন ভাই বোনের বড় হাসিনা৷ তার ইচ্ছা ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে WBCS অফিসার হওয়ার৷ মাননীয় বিডিও তাকেও ১০ হাজার টাকা দিয়েছেন প্রাথমিক ভাবে এবং সেই সঙ্গে পড়াশোনার সমস্ত খরচ বহনের আশ্বাস দিয়েছেন৷

 

দুই কৃতী ছাত্রীর এই সাহায্য পাওয়ার মূল কাণ্ডারী শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ স্বাভাবিকভাবেই আনন্দিত। তাঁরা চাইছেন, সাধারণ মানুষ যেন যতটা সম্ভব দুই ছাত্রীর পাশে দাঁড়ায়। দুই ছাত্রীর উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব প্রশাসনের সঙ্গে যৌথভাবে নেওয়ার ঘোষণাও করেছে তারা৷ সে কারণেই সরাসরি কেউ যদি রাসনা খাতুন এবং হাসিনা হাবিবকে অর্থসাহায্য করতে চায় তার জন্য তাদের যোগাযোগ নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও দিয়ে দিয়েছে মুক্তমঞ্চ।  
 

রাসনা খাতুন:
A/C–34935356464
IFSC- SBIN0000070
Diamond Harbour brach
পিতা- ওমর মন্ডল (৯৭৪৯০৪৭৪৩৯)

 

হাসিনা হাবিব:
A/C–3551672510
IFSC- SBIN0000070
Diamond Harbour brach
পিতা- হাবিব মোল্লা (৮৬০৯০৪৩৭৭৫)

 

বিশদে জানতে চাইলে যোগাযোগ করা যেতে পারে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের সঙ্গেও। তাঁর যোগাযোগ নম্বর- ৯৮৭৪৬০৭৭৩১/৯৩৮২১২০৮৮৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *