করোনা আক্রান্ত রোগীকে অ্যাম্বুলেন্সে তুললেন বিডিও-ওসি, পরে গাফিলতিতে মৃত্যু!

করোনা আক্রান্ত রোগীকে অ্যাম্বুলেন্সে তুললেন বিডিও-ওসি, পরে গাফিলতিতে মৃত্যু!

 

মেদিনীপুর: করোনা আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক দেখে এগিয়ে এলেন স্থানীয় বিডিও ও ওসি৷  তাঁরা নিজেরাই পিপিই কিট পরে রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে দিলেন৷ যদিও স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতেই শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই আক্রান্তের৷ চন্দ্রকোনা ব্লক ২-এর ঠাকুরবাড়ি গ্রামের ঘটনা৷

করোনা আক্রান্ত ওই ব্যক্তি পেশায় চিকিৎসক৷ দীর্ঘ দিন ধরে প্রেসার ও সুগারে আক্রান্ত ছিলেন তিনি। হঠাৎ তাঁর রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে৷ রবিবার দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে৷ পরিবারের লোকজন বিষয়টি জানান চন্দ্রকোনা ব্লক মেডিক্যাল হাসপাতালের অফিসারকে৷ কিন্তু এরপর ৭ ঘণ্টা কেটে গেলেও হাসপাতাল তরফে কেউ আসেনি বলে অভিযোগ৷ পরিবারের অভিযোগ, হাসপাতালে যোগাযোগ করলে বলা হয়, খবর দেওয়া হয়েছে৷ সন্ধ্যার পর পরিবারের লোকজন এই ঘটনার কথা থানায় জানান৷ থানা থেকে তাদের বলা হয়, বিডিওকে এই খবর জানাতে৷

প্রতীকী ছবি

অন্যদিকে, ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার উপসর্গহীন করোনা আক্রান্ত হওয়ার ফলে কিছু স্বাস্থ্যকর্মী এবং দুই চিকিৎসক হোম আইসোলেশনে রয়েছেন৷ বিডিও এবং থানা থেকে বহুবার হাসপাতালে যোগাযোগ করা হয়৷ অবস্থার অবনতি দেখে বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী নিজে পিপিই কিট পরে নেন৷  থানার ওসি প্রশান্ত পাঠককেও তৈরি হয়ে নিতে বলেন৷ এরপর তাঁরা দু’জনে একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে ঠাকুরবাড়ি গ্রামের ওই আক্রান্তের বাড়িতে হাজির হন৷ স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করলে, তাঁরা নিজেদের পরিচয় দেন৷

এরপর ওই আক্রান্তকে চন্দ্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়৷ পড়ে গভীর রাতে শালবনি কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয় আক্রান্তকে৷ সোমবার সেখানে মৃত্যু হয় তাঁর৷ স্থানীয়রা ও পরিবারের লোকজন বিক্ষোভ দেখান৷ স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতেই আক্রান্তের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =