জল্পনা উস্কে এবার চপ ভাজলেন বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রি শেখর দানা!

জল্পনা উস্কে এবার চপ ভাজলেন বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রি শেখর দানা!

কলকাতা: জল্পনা বাড়িয়ে এবার চপ ভাজলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক৷ চপের দোকানে বসে চপ ভাজলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা৷ এ প্রসঙ্গে বিজেপি বিধায়কের মন্তব্য, মুখ্যমন্ত্রী বারবার চপ শিল্পের কথা বলেছেন, তাই চপ ভাজলাম৷ 

আরও পড়ুন- ‘বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না’, দিল্লি থেকে করা বার্তা দিলীপের

এদিন বাঁকুড়ার বিধায়ক বলেন, ‘‘শরীর অসুস্থ৷ বাড়িতে ছেলে মেয়ে সকলেই বকাবকি করছে৷ মনটাও খারাপ৷ ভাবলান কী করা যায়৷ সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বাড়ির সামনে চপের দোকানে গিয়ে বসলাম৷ সম্মানীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ছোট ছোট শিল্প গড়ে তোলার কথা বলেছেন৷ ওঁর সেই কথা আমি মাথায় ঢুকিয়ে নিয়েছি৷ বাঁকুড়া আমরা আত্মীয়সম পরিবার সকলেই চপ মুড়ি ভালোবাসে৷ চপ শিল্পের কথা স্মরণ হতেই আমি চপ ভাজতে বসে গেলাম৷’’

 
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতার কথায়, ‘‘একজন বিধায়ক হিসাবে ও দেখেছে চপের চাহিদা আছে৷ মানুষ চপ শিল্প করে৷ অনেকে চপের দোকান করেও সংসার চালায়৷ শিল্পের মতোই এই দোকানগুলি কাজ করে৷ নীলাদ্রি দানা বিজেপি বিধায়ক হতে পারেন, অন্যদলের হতে পারেন, কিন্তু অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা কর্মসূচির সঙ্গে মানুষের যে সম্পর্ক রয়েছে, এটা তাঁরা স্বীকার করতে বাধ্য৷ আজকের দিনে সেটাই প্রমাণিত হল৷ ’’

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ নীলাদ্রি শেখর দানা৷ করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই শরীর দুর্বল৷ বেশ কিছু দিন ধরে জনসংযোগের কাজটাও হচ্ছিল না৷ তাই শনিবার বৃষ্টি ভেজা সকালে অভিনব পন্থা নিলেন তিনি৷ মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটে বসে পড়লেন চপ ভাজতে৷ বিনা পয়সায় এলাকার মানুষকে তা বিতরণও করলেন৷ লিখলেন, পাড়ার বিধায়ক, রান্নাঘরের বিধায়ক৷  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *