মার্চে ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট, আরও ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন বিস্তারিত

মার্চে ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট, আরও ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন বিস্তারিত

86ce3842526673d237c60590c1896d1b

নয়াদিল্লি: আগামী মাসে কবে কবে থাকবে ব্যাঙ্ক খোলা, কবেই বা থাকবে ব্যাঙ্ক খোলা? এই দিনগুলি আগে জানা থাকলে অনেকটা সুবিধা হয় সাধারণ মানুষদের। ব্যাঙ্কের ছুটির দিনগুলিতে এটিএম পরিষেবা, নেট ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকলেও বনধ থাকে ব্যাঙ্কের শাখাগুলি। তাহলে আগামী মার্চ মাসে কবে কবে মিলবে না ব্যাঙ্ক শাখার পরিষেবা? জেনে নেওয়া যাক বিস্তারিত।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের ছুটির তালিকা অনুযায়ী মার্চ মাসে দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব ও পার্ব্বন মিলিয়ে অতিরিক্ত মোট ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।। এই মাসের ছুটির তালিকায় রয়েছে ৪ টি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি। এছাড়াও রয়েছে অতিরিক্ত কিছু ছুটি।

আরবিআইয়ের তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক এই ৪ টি রবিবার ও ২ টি শনিবার ছাড়াও আরো ৪ দিন বন্ধ থাকবে। এর মধ্যে আগামী ১১ ই মার্চ মহা-শিবরাত্রি উপলক্ষ্যে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক। এছাড়াও কেন্দ্রীয় ব্যাঙ্ক বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ব্যাংক কর্মচারীরা মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে। এই দুদিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক। শিবরাত্রি উৎসবের পাশাপাশি বাঙালির রঙের উৎসব দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে ২৯ ও ৩০ শে মার্চ ছুটি থাকছে রাজ্যের ব্যাঙ্কগুলিতে। তাই এই দিনগুলি বাদে আপনার ব্যাঙ্কের কাজের পরিকল্পনা করুন এবং নির্ঝঞ্ঝাট পরিষেবা উপলব্ধ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *