বছর শেষে চাকরির সুযোগ! বিজ্ঞপ্তি জারি করল ব্যাঙ্ক অফ বরোদা

গত কাল থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

নয়াদিল্লি: অনেক খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর। দেশের অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ, লকডাউন। সব মিলিয়ে চাকরির ক্ষেত্রে অনটন শুরু হয়েছিল। এবার কিছুটা হলেও স্বস্তি পাওয়ার মুখে চাকরিপ্রার্থীরা। কারণ সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ডিজিটাল ঋণ বিভাগের জন্য স্পেশাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাংকের তরফে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। গত কাল থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রযুক্তিগত উন্নতির ফলে ভারতের ব্যাংকিং সিস্টেমের কাজে অনেক পরিবর্তন এসেছে। এখন বেশি মাত্রায় জোর দেওয়া হচ্ছে ডিজিটাল ব্যাঙ্কিংয়ে। সেই কারণে সংশ্লিষ্ট পদের জন্য বাড়ছে কর্মীর চাহিদা। এই প্রেক্ষিতে একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। জানা গিয়েছে, যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে একটি তালিকা তৈরি করা হবে মেধার ভিত্তিতে। যারা এই তালিকায় স্থান পাবেন পরবর্তী ক্ষেত্রে তাদের পার্সোনাল ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশনের মধ্যে দিয়ে বাছাই করা হবে। আবেদন ফি বাবদ অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসিদের ৬০০ টাকা দিতে হবে। অন্যদিকে, এসসি,‌ এসটি এবং পিডব্লিউডিদের জন্য ১০০ টাকা। এই মূল্যের সঙ্গে যুক্ত হবে কর এবং লেনদেন ফি। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.co.in/careers.htm-র মাধ্যমে আবেদনকারীরা আবেদন করতে পারবেন।

job 1 final 1

স্পেশালিস্ট অফিশিয়াল ক্যাটাগরিতে মোট শূন্য আসন রয়েছে ১৩ টি। চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এই পদগুলিতে। এর মধ্যে ডিজিটাল রিস্ক স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে দুজন। লিড ডিজিটাল বিজনেস পার্টনারশিপ পদে একজন। ডিজিটাল অ্যানালিটিক্স স্পেশালিস্ট হিসেবে একজন। ডিজিটাল জার্নি স্পেশালিস্ট হিসেবে একজন। পাশাপাশি টেস্টিং স্পেশালিস্ট হিসেবে দুজনকে নিয়োগ করার কথা ভাবছে ব্যাঙ্ক অফ বরোদা। এই সমস্ত পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার ব্যাপারেও উল্লেখ করা হয়েছে ব্যাংকের বিজ্ঞপ্তিতে।

job 1 final 2

job 1 final 3 funal

job 1 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =