ফ্রিতে কার লোন? সহজ উপায়ে কিনুন আপনার পছন্দের গাড়ি

ফ্রিতে কার লোন? সহজ উপায়ে কিনুন আপনার পছন্দের গাড়ি

3 stocks recomended

 নয়াদিল্লি: আপনি কি গাড়ি কেনার প্ল্যান করছেন? তাহলে জন্য ব্যাঙ্ক অফ বারোদা আপনাকে দিতে পারে দুর্দান্ত একটা সুযোগ! লোন পেতে পারেন অনায়াসে! কিন্তু কিভাবে? মাসিক কিস্তি বা ইএমআই আপনাকে কত দিতে হবে?

গাড়ি কিনতে গেলে কতটা লোন নেওয়া উচিত, আর কতটা আপনার পকেট থেকে ডাউন পেমেন্ট করা বুদ্ধিমানের হবে আপনার জন্য, সেটা ঠিক করা একটা বড় সমস্যা৷  গাড়ি কিনতে গেলে অনেক টাকা একসঙ্গে দরকার। কিন্তু একসঙ্গে অতগুলো টাকা বের করতে অনেকেই সমস্যায় পড়ে যান, তাই খুব স্বাভাবিকভাবেই লোনই তখন ভরসা। অনেকেই নিজের পকেট থেকে ডাউন পেমেন্ট করে, বাকিটা লোন নেন। 

বিশেষজ্ঞরা বলছেন, সর্বাধিক ডাউন পেমেন্ট করা এবং সর্বনিম্ন কার লোন নেওয়াই বুদ্ধিমানের কাজ৷ সেক্ষেত্রে কোথা থেকে আপনি লোন নেবেন বা আপনি লোন পাবেন, এটা নিয়ে একটা মারাত্মক টানাপোড়েন তৈরি হয় গাড়ি কেনার সময়। সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফ বারোদাকে বেঁছে নিতে পারেন। তাহলে ধরুন আপনি ব্যাঙ্ক অফ বরোদা থেকে ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকার কার লোন নিলেন, তাহলে মাসিক কত টাকা ইএমআই দিতে হবে? ইএমআই ক্যালকুলেটর খুব সহজেই এই তথ্য জানাচ্ছে আপনাকে। 

ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ৩ থেকে ৫ বছরের পরিশোধের মেয়াদে যদি কেউ নতুন গাড়ির জন্য কার লোন নেন তাহলে ৯.৪ শতাংশ হারে সুদ দিতে হবে৷ সেক্ষেত্রে প্রতি মাসে ২০,৯৫৩ টাকা শোধ করতে হবে। পাঁচ বছরে তিনি মোট ১২.৫৭ লক্ষ টাকা শোধ করবেন।  এর মধ্যে ১০ লক্ষ টাকা আসল এবং ২.৫৭ লাখ টাকা সুদ৷ এবার বাকিটা আপনি আপনার সুবিধামতো ডাউন পেমেন্ট করে এবং বাকিটা কার লোন নিয়ে আপনার পছন্দের গাড়ি কিনতেই পারেন।

তবে মনে রাখবেন, লোনের উপর প্রযোজ্য সুদ গ্রাহকের ক্রেডিট স্কোর বা সিবিল স্কোরের উপর কিন্তু নির্ভর করে। পাশাপাশি গ্রাহকের আয় কত, তিনি কত টাকা লোন নিচ্ছেন তাও দেখা হয়। ব্যাঙ্কের নির্ধারিত মান অনুযায়ী আপনি কার লোন নেওয়ার যোগ্য হলে, লোন পেতে কোনও অসুবিধা হবে না৷ আপনি ১০ লক্ষের থেকে বেশি টাকাও লোন নিতে পারেন। 

ব্যাঙ্ক অফ বরোদার কার লোনের ফিচার বলছে, এখানে সর্বাধিক ৫ কোটি টাকা পর্যন্ত কার লোন পাওয়া যায়। কার লোন পরিশোধের সর্বোচ্চ সময়কাল ৮৪ মাস। বেতনভোগী কর্মচারী, কর্পোরেট, অনাবাসী ভারতীয় মানে এনআরআই, পেশাদার এবং ব্যবসায়ীরা কার লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।

আর কার লোন না নিয়ে যদি মনে করেন আপনার জমানো বা ইনভেস্ট করা টাকা থেকেই গাড়ি কিনবেন তাহলে তার জন্য সবথেকে বেস্ট অপশন হতে পারে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড। যদি সঠিকভাবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পুরোটা শিখে জেনে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি পাবেন দারুন রিটার্ন। বিস্তারিত জানতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।