কলকাতা: ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করলো মৌসম ভবন। ঘূর্ণিঝড় মোকার প্রভাবেই এহেন পরিস্থিতি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রার গ্রাফ। ৪০ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা পারদ। সুতরাং বৈশাখের গোড়াতে যেভাবে পুড়েছিল বঙ্গবাসী আবারও সেই পরিস্থিতি তৈরি করছে ঘূর্ণিঝড় মোকা। এই গরম হাওয়া বয়ে আনছে মোকা। মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে প্রচুর শুকনো বাতাস প্রবেশ করছে। আর তা প্রবেশ করছে উত্তর-পশ্চিম দিক থেকে। যার জেড়ে বঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। নতুন করে আবার তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবারের আগে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এমনটাই জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। তাপপ্রবাহ বৃদ্ধির ফলে দহন জ্বালায় ভুগতে হবে রাজ্যের বেশ কিছু জেলাবাসিকে। সেই তালিকায় রয়েছে, বাংলার পশ্চিমের জেলাগুলি এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। এই কয়েকটি জেলায় আগামী দুই দিন ব্যাপক তাপপ্রবাহ বৃদ্ধি পাবে। তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত। আর এই তাপমাত্রা বৃদ্ধির পেছনে পরোক্ষভাবে দায়ী ঘূর্ণিঝড় মোকা। এমনটাই জানিয়েছেন মৌসম ভবনের শীর্ষস্থানীয় আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
আজ থেকেই তাপপ্রবাহের আঁচ পেতে শুরু করেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাবাসি। ফের তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রাণ ওষ্ঠাগত আমজনতার। বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে এই তাপমাত্রার বৃদ্ধির ফলে। শরীরে অতিরিক্ত ঘামের ফলে সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা কমে যেতে শুরু করে। আর এই সমস্ত শারীরিক সমস্যা সমাধানে অতিরিক্ত জলপানের কথা জানান চিকিৎসকেরা। কিন্তু অনেকেই এমন আছেন যারা জলের স্বাদ ভালো না লাগায় জল খেতে পচ্ছন্দ করে না। কিন্তু জল খাওয়ার পরিমাণ কমানো যাবে না। তার পরিবর্তে কী করতে পারেন? তার কিছু টিপস রইল আপনার জন্য…
- কিছু সময় অন্তর জল খেতে হবে। ভুলে গেলে মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখুন।
- বাড়ির বাইরে গেলে অবশ্যই সঙ্গে জলের বোতল রাখুন।
- জল খেতে ভালো না লাগলে তার পরিবর্তে নুন চিনির জল, লেবুর শরবত, ওআরএস, ডাবের জল, আখের রস কিংবা ঘোল খান।
- শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকলেও এই সময় পর্যাপ্ত জল খেতে হবে।
- জলের স্বাদ ভালো না লাগলে জলের মধ্যে লেবু, পুদিনা পাতা কিংবা অন্যান্য ফলের টুকরো ভিজিয়ে সেই জল পান করুন।
- এই সময় ডিহাইড্রেশন থেকে বাঁচতে জলের পরিমাণ বেশি আছে এমন ফল এবং শাকসবজি পাতে রাখুন।
আজ থেকে মৌসমভবনের তরফে জারি করা হয়েছে তাপপ্রবাহের সর্তকতা। সুতরাং এই সময় একটু সাবধানে থাকুন। বাইরে বেরোলে অবশ্যই ছাতা, জলের বোতল সঙ্গে রাখুন। পারলে কাপড় দিয়ে মুখ ঢাকার চেষ্টা করুন। সানস্ট্রোক এড়াতে বিকেলের পর বাইরে বেড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।