নয়াদিল্লি: দ্য কেরালা স্টোরি- নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টেপ প্রশ্নের মুখে পড়ে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের ছবি নিষিদ্ধের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট, নোটিস জারি করে। সুপ্রিম কোর্টের নোটিসের উত্তর বাংলা কী দেয় নজর ছিল সেইদিকেই। এবার সেই জবাবই সামনে এল। দেখে নেওয়া যাক দ্য কেরালা স্টোরি ঘিরে চলা সুপ্রিম নোটিসের কী জবাব দিল বাংলা?
সুপ্রিম নোটিস: দেশজুড়ে ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পেয়েছে, বাংলায় কেন নিষিদ্ধ?
বাংলার জবাব: দ্য কেরালা স্টোরি – পক্ষপাতদুষ্ট। এই ছবি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে আঘাত করছে। ছবির তথ্য বিকৃত করা হয়েছে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই ছবি নিষিদ্ধ করা হয়েছে।
সুপ্রিম কোর্টেও শুনানি চলাকালীন সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনুসিংভি ঠিক এই যুক্তিই রেখেছিলেন। বাংলার আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। যদিও সিংভির বক্তব্যকে গুরুত্ব দেননি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি পাল্টা বক্তব্যে বলেন, মানুষের পছন্দে বাধা দেওয়ার যুক্তি নেই। ভালো না লাগলে তাঁরা প্রেক্ষাগৃহে যাবেন না। কিন্তু নিষিদ্ধ করে দেওয়ার অর্থ মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা।
মুক্তির চার দিনের মধ্যে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করা হয় বাংলায়। সাফ বলা হয় কোনও প্রেক্ষাগৃহে চলবে না দ্য কেরালা স্টোরি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই পরিপ্রেক্ষিতেই বাংলাকে নোটিস দেন গত সপ্তাহেই। বাংলার যুক্তি, রাজ্যে প্রশাসনিক শান্তি বজায় রাখার দায়িত্ব বাংলারি। সেখানে দ্য কেরালা স্টোরি মুক্তি বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। ।যদিও বাংলার এই নোটিসের জবাব সুপ্রিম কোর্টের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। যেভাবে বাংলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম প্রশ্নের সম্মুখীন হয় তাতে, একটা বিষয় স্পষ্ট, বাংলার আত্মপক্ষ সমর্থনের যুক্তি নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাবে। বুধবার এই মামলার শুনানি। তার আগেই নোটিসের জবাব দিল মমতার সরকার। অপেক্ষা সুপ্রিম সিদ্ধান্তের।