‘আনফিট’ বালু! আজ সশরীরে আদালতে যাচ্ছেন না মন্ত্রী জ্যোতিপ্রিয়

‘আনফিট’ বালু! আজ সশরীরে আদালতে যাচ্ছেন না মন্ত্রী জ্যোতিপ্রিয়

balu

কলকাতা: ইডি হেফাজতে থাকার সময় থেকেই বারবার তাঁর মুখে শোনা গিয়েছে শারীরিক অসুস্থতার কথা৷ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু বারবার বলেছেন, তাঁর বাম দিক অবশ হয়ে যাচ্ছে৷ পক্ষাঘাতে আক্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন৷  সূত্রের খবর, এদিন জেল হাসপাতালের রিপোর্টেও বালুকে ‘আনফিট’ বলে উল্লেখ করা হল।

রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল৷ জেলে পা রাখা ইস্তক শরীর ভালো নেই তাঁর৷ সেই অসুস্থতার কারণেই আজ, বৃহস্পতিবার আদালতে সশরীরে হাজিরা দিতে পারছেন না বালু। তিন দিনের জেল হেফাজতের পর এদিন আদালতে পেশ করার কথা ছিল  রেশন দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। বালুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরি করে ফেলেছে জেল কর্তৃপক্ষ৷ সেই রিপোর্ট আদালতেও পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে তাঁকে ভার্চুয়ালি হাজির করা হবে নাকি আইনজীবীরাই আদালতে তাঁর হয়ে সওয়াল করবেন, তা এখনও জানা যায়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 15 =