ED
কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতির বিস্তৃতি দেখে অনেকেই অবাক হয়েছিলেন৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোটি টাকা৷ নোটের পাহাড় দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর। তবে সেই অঙ্ককেও হার মানাচ্ছে রেশন দুর্নীতি। এই দুর্নীতির শিকড় কতটা গভীরে বিস্তৃত তা এখনও বুঝে উঠতে পারছেন না গোয়েন্দারা। ক্রমেই বেড়ে চলেছে অঙ্ক। গোটা দুর্নীতির হিসাব এখনও স্পষ্ট নয়৷ তবে রেশন দুর্নীতির অন্যতম চক্রী বাকিবুর রহমানের পকেটে কত ঢুকেছে, এরই মধ্যে দিল্লিতে সেই রিপোর্ট পাঠাল ইডি।
সূত্রের খবর, বাকিবুরকে নিয়ে দিল্লিতে যে রিপোর্ট পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, রেশন দুর্নীতিতে গত ১০ বছরে বাকিবুর একাই ১০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। অন্যদিকে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গে বলা হয়েছে, শুধুমাত্র ধান কেনার ক্ষেত্রে তিনি ৪৫০ কোটি টাকা পকেটে পুরেছেন করেছেন বাকিবুরের সংস্থার মাধ্য়মে।