bakibur
কলকাতা: রেশন বণ্টন ‘দুর্নীতি’কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য৷ তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর স্ত্রী এবং কন্যাকে নাকি সুদ ছাড়াই মোটা টাকা ঋণ দিয়েছেন চাল ব্যবসায়ী বাকিবুর রহমান। দাবি, জ্যোতিপ্রিয়র স্ত্রী ও কন্যাকে মোট ন’ কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর। তার জন্য এক পয়সাও নাকি সুদ নেননি তিনি। এমনকি, সেই বিপুল পরিমাণ ঋণের জন্য কোনও বন্ধকও নেওয়া হয়নি। কী ভাবে সুদ ছাড়া এই বিপুল পরিমাণ টাকা ঋণ দেওয়া হল, তা জানতে বাকিবুরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। আদালত তাদের সেই অনুমতি দিয়েছে।
শনিবার রেশন মামলায় ধৃত বাকিবুরকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সেখানেই বিনা সুদ ঋণ দেওয়ার বিষয়টি আদালতে জানায়। বাকিবুরকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। জেলে গিয়ে তাঁকে যাতে জিজ্ঞাসাবাদ করা যায়, সেই আর্জি জানিয়েছিল ইডি৷ আদালত কেন্দ্রীয় সংস্থাকে সেই অনুমতি দিয়েছে। ইডি-র তরফে আদালতে জানানো হয়, ঋণ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য পেতে বাকিবুরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে৷