জুটি বেঁধে রুদ্রাভিষেক শোভন-বৈশাখীর, শিবলিঙ্গে ঢাললেন দুধ

জুটি বেঁধে রুদ্রাভিষেক শোভন-বৈশাখীর, শিবলিঙ্গে ঢাললেন দুধ

কলকাতা:  শ্রাবণ মাস বাবার মাস৷ এই মাসে শিবের আশীর্বাদ পেতে পুজা অর্চনা করে থাকেন মহিলারা৷ কখনও একা, কখনও আবার সঙ্গীর সঙ্গে জুটিতে শিবপুজো করেন তাঁরা৷ এবার জুটি বেঁধে শিবের রুদ্রাভিষেক করলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কথিত রয়েছে, কষ্ট ও গ্রহপীড়া দূর করতেই শিবের রুদ্রাভিষেক করা হয়। সেই ব্রতই করলেন যুগল। 

এদিন শোভনকে দেখা গেল সাদা পঞ্জাবিতে৷ বৈশাখী সেজেছিলেন কমলা আগুন রঙা শাড়িতে৷ ভক্তি, নিষ্ঠা ভরেই পুজো দিলেন তাঁরা৷ শোভনদের পাশের বাড়িতে আয়োজন করা হয়েছিল রুদ্রাভিষেকের। সেখানেই অংশ নেন তাঁরা৷ শোভন-বৈশাখীর সঙ্গে ছিলেন মেয়ে মহুলও। মহুল বৈশাখী ও তাঁর প্রাক্তন স্বামী মনোজিতের একমাত্র সন্তান৷ এদিন রুদ্রাভিষেক করার পাশাপাশি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ ঢেলেও পুজো করেন শোভন- বৈশাখী৷ সেই সময় তাঁরা ধরা দেন রং মিলান্তি পোশাকে৷ দু’জনেরই পরনে ছিল গোলাপি রঙের পোশাক। শোভন-বৈশাখীর শিবপুজোর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল৷ 

যদিও শোভন ও বৈশাখীর খাতায়-কলমে বিয়ে হয়নি এখনও৷ মনোজিতের সঙ্গে বৈশাখীর আইনি বিচ্ছেদ হয়ে গেলেও, রত্নার সঙ্গে ডিভোর্সের মামলা চলছে শোভনের৷ তবে বান্ধবীর সিঁথিতে অনেকদিন আগেই সিঁদুর পরিয়েছেন শোভন৷ দুর্গাপুজোর বিজয়ার দিন মা দুর্গার সামনে সিঁথি রাঙিয়ে দিয়েছেন বান্ধবীর। এর পর বৈশাখী জানিয়েছিলেন, আইনি মতে বিয়েটা কবে হবে তা জানা নেই৷ তবে শোভনকেই স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করেছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =