ভবানীপুরে মমতা বনাম বাবুল মেগা দ্বৈরথ? সূত্রের খবরে জল্পনা তুঙ্গে

আজই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল বিজেপি

4b38e4fa86c3b5ce059669fc9188cdbc

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে এখনও যে অনেক চমক অপেক্ষা করে আছে, যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে সেই ইঙ্গিত। ইতিমধ্যে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেছে কমিশন। আজ শুক্রবারই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা তৃণমূলের। তালিকা ঘোষণা করবে বিজেপি এবং সংযুক্ত মোর্চাও। এমতাবস্থায় রাজনৈতিক উন্মাদনার আগুনে কার্যত ঘি ঢালল এক নয়া তথ্য। 

একুশের ভোটে ভবানীপুর থেকে লড়াই করলে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে দাঁড়াবেন বাবুল সুপ্রিয়, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন তিনি এবার নন্দীগ্রাম থেকেই ভোটে লড়বেন, কিন্তু তাঁর বর্তমানের আসন ভবানীপুর সম্বন্ধে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। এবারের নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম, দুটি এলাকা থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তা মাথায় রেখেই প্রার্থী তালিকার ছক কষেছে গেরুয়া শিবির।

নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যে শুভেন্দু অধিকারীর লড়াই প্রায় চূড়ান্ত, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু যদি ভবানীপুর থেকেও প্রার্থী হন মুখ্যমন্ত্রী তবে সেক্ষেত্রে বিজেপির বাজি হতে চলেছেন বাবুল। বর্তমানে তিনি আসানসোল লোকসভা কেন্দ্রের গেরুয়া সাংসদের দায়িত্ব সামলাচ্ছেন। গতকাল পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে দিল্লিতে কেন্দ্রীয় বৈঠকের আয়োজন করেছিল বিজেপি। হেভিওয়েট নেতাদের সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীও। আর সেখানেই বাবুল সুপ্রিয়কে ভবানীপুর থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে বিশেষ সূত্রের খবরে।

যদিও এই তথ্য কতটা সঠিক তা নিশ্চিত ভাবে জানা যাবে আজ বিজেপি এবং তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হলেই। এদিকে গেরুয়া রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন তাঁদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। মমতা বনাম শুভেন্দুর সঙ্গে মমতা বনাম বাবুল দ্বৈরথও কি দেখবে বাংলা? উত্তর দেবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *