‘বাংলা শেখারা জন্য দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেব’, খোঁচা বাবুলের

‘বাংলা শেখারা জন্য দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেব’, খোঁচা বাবুলের

কলকাতা:  শুরু থেকেই তাঁরা একই দলের সতীর্থ৷ দুজনেই সাংসদ৷ কিন্তু তাঁদের মধ্যে বিবাদও সর্বজনবিদিত৷ এক অপরকে তাঁরা বিঁধেছেন প্রকাশ্যে৷ একই দলে থেকেও তাঁরা ছিলেন দুই মেরুতে৷ রাজনৈতিক সন্ন্যাস ভেঙে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সেই আক্রমণ যে আরও ঝাঁঝালো হবে, তা বলাই বাহুল্য৷ শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে আরও একবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করলেন বাবুল৷ ব্যঙ্গ করে প্রাক্তন সহকর্মীকে বর্ণপরিচয় উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি৷ 

আরও পড়ুন- ঘূর্ণাবর্তের জেরে ভাসছে কলকাতা, দোসর হয়ে ধেয়ে আসছে শক্তশালী নিম্নচাপ

২০১৪ সালে রাজনৈতিক দুনিয়ায় পদার্পন বাবুলের৷ আসানসোল থেকে লোকসভা ভোটে জিতে উল্কার গতিতে উত্থান ঘটে তাঁর৷ অন্যদিকে, ২০১৫ সালে সঙ্ঘ পরিবার থেকে রাজনীতিতে আসেন দিলীপ ঘোষ৷ দু’জনে একই দলে থেকেছেন৷ কিন্তু তাঁদের মধ্যে সখ্য ছিল না৷ বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য ধরা পড়েছে৷ এদিকে, দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্য করার স্বভাবও কারও অজানা নয়৷ যার জেরে কথা শোনাতে ছাড়েননি বাবুল৷ তিনি যখন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন, সেই সময়ও প্রকাশ্যে বাগযুদ্ধে লিপ্ত হয়েছিলেন দুই সাংসদ৷

আরও পড়ুন- ‘সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই’, তিনি কে? সাফ জানালেন বাবুল

বাবুল দল বদলের পর ফের তোপ দাগেন রাজ্য বিজেপি সভাপতি৷ তাঁকে রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ করেন তিনি৷ রবিবার রাজ্য বিজেপি সভাপতিকে পাল্টা একহাত নিয়ে বাবুল বলেন, “দিলীপবাবুকে বর্ণপরিচয় উপহার দেব। ওঁর বাংলা ভাষা শেখার দরকার আছে। ওঁকে বলব, বাংলা ভাষাকে কলঙ্কিত করবেন না।”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 17 =