ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে ‘দাদা’র বায়োপিকের শুটিং, সৌরভের চরিত্রে কে?

ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে ‘দাদা’র বায়োপিকের শুটিং, সৌরভের চরিত্রে কে?

December

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল৷ দাদার চরিত্রে কে অভিনয় করবে, তা নিয়েও চর্চা ছিল তুঙ্গে৷ কখনও উঠে এসেছে রণবীর কাপুরের নাম৷ কখনও আবার শোনা গিয়েছে হৃতিক রোশনের কথা৷ তবে ‘হবে হবে’ করেও গত দু’বছর ধরে আটকে রয়েছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের জীবনীচিত্রের কাজ৷ ‘মহারাজ’-এর চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়েও ছিল জল্পনা৷ তবে এবার জানা যাচ্ছে, রণবীর বা হৃতিক নন, বরং ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। শেষ হয়ে গিয়েছে চিত্রনাট্য লেখার কাজ, শুটিং শুরু হয়ে যাবে বছরের শেষেই৷ (December)

সৌরভের বায়োপিক পরিচালনা করবেন রজনীকান্ত-কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত৷ শুরু থেকেই ছবির চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে বারবার মুম্বইয়ে ছুটে গিয়েছিল সৌরভ। অনেক কথাও হয়েছে৷ শেষমেশ আয়ুষ্মানকেই বেছে নেন নির্মাতারা। ভারতীয় ক্রিকটে দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে রুপোলি পর্দায় ফুটিয়ে তুলতে আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে কঠোর প্রশিক্ষণ। একটি জায়গায় আয়ুষ্মানের সঙ্গে মিল রয়েছে সৌরভের৷ আয়ুষ্মানও নাকি মহারাজের মতোই বাঁ-হাতি। এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হতে পারে৷ দাদার চরিত্রকে ফুটিয়ে তোলাটা সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভ হয়ে উঠতে বেশ কড়া প্রশিক্ষণের প্রয়োজন হবে অভিনেতার।

এর আগে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি, বিতর্কিত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবনী ফুটে উঠেছে বড় পর্দায়। সেই দুটি ছবিই বক্স অফিসে ছিল হিট্।  সৌরভের জীবনীচিত্র ওই দুই তারকার ছবিকে টেক্কা দিতে পারে কিনা, সেটাই দেখার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =