প্রাণের ঝুঁকি নিয়ে লড়ছেন আয়ুষ চিকিৎসকরা, রাজ্যে মিলছে না আর্থিক সাহায্য

দেশের অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও দ্রুত তাঁদের আর্থিক সুবিধা বলবৎ হবে বলে আশায় বুক বাঁধছেন ১৪৬৩ জন আয়ুষ চিকিৎসক ও তাঁদের পরিবারগুলি। 

কলকাতা: সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন তাঁরাও। করোনা মোকাবিলায় বিভিন্ন হাসপাতাল, গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নমুনা সংগ্রহ থেকে শুরু করে নানা ধরনের কাজ করে চলেছেন আয়ুষ চিকিৎসকরা। হাসপাতালের গণ্ডিতে আটকে না থেকে আশা কর্মীদের সঙ্গে এই চিকিৎসকরা যাচ্ছেন আক্রান্তের বাড়িতে, ভরসা জোগাচ্ছেন বাড়ির লোকেদের, এমনকী কাজ করছেন কোয়ারান্টাইন সেন্টারেও। 

আরও পড়ুন: দ্বিগুণ সুরক্ষা দেবে অক্সফোর্ডের করোনা-টিকা, পরীক্ষামূলক প্রয়োগের বড় সাফল্য

করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এই যোদ্ধারা কাজ করে চললেও, আর্থিক স্বীকৃতি মিলছে না বলে অভিযোগ। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মঞ্জুর হওয়া বর্ধিত বেতন এ রাজ্যে এখনও তাঁরা হাতে পাচ্ছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশের অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও দ্রুত তাঁদের আর্থিক সুবিধা বলবৎ হবে বলে আশায় বুক বাঁধছেন ১৪৬৩ জন আয়ুষ চিকিৎসক ও তাঁদের পরিবারগুলি। 

আরও পড়ুন: ভারতে কবে পাওয়া যাবে অক্সফোর্ডের প্রতিষেধক, কত দাম জেনে নিন

 

অন্য দিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত কয়েকদিন ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রতি সপ্তাহে দু’ দিন কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন সফল করতে রাস্তায় নেমে পড়েছে পুলিশ। অকারণে বাইরে বের হলে কোথাও বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে তো কোথাও আটক করা হচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বাজার, দোকানও। খোলা শুধুমাত্র ওষুধের দোকান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seven =