রামমন্দির উদ্বোধনের আবহে অযোধ্যায় সরযূর তীরে চোখ ধাঁধানো দীপাবলি, জ্বলবে ২৪ লক্ষ প্রদীপ

রামমন্দির উদ্বোধনের আবহে অযোধ্যায় সরযূর তীরে চোখ ধাঁধানো দীপাবলি, জ্বলবে ২৪ লক্ষ প্রদীপ

ayodhya

কলকাতা: বছর ঘুরলেই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির৷ সেই আবহে রাজকীয় ‘দীপোৎসব’ পালন করছে উত্তপ্রদেশের যোগী সরকার। শনিবার রাত থেকেই লাগবে উৎসবের রঙ৷ সরযূ নদীর তীরে প্রজ্জ্বলিত হবে ২৪ লক্ষ মাটির প্রদীপ। যা ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলেছে। গত বছর দীপাবলির আগে ১৬ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল সরযূর তীরে। তবে এ বছর অন্য বছরের তুলনায় বিশেষ৷ জাঁকজমকের দিক থেকে এ বছরের দীপাবলি আগের সব নজিরকে ছাপিয়ে যাবে বলেই দাবি উত্তর প্রদেশ সরকারের। রাম মন্দির উদ্বোধনের আগে এই দীপাবলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর আগে পৃথিবীর আর কোনও দেশে, কোথাও একসঙ্গে একই জায়গা এত প্রদীপ জ্বালানো হয়নি।

দীপাবলি উপলক্ষে অযোধ্যা নগরীতে এখন আলোর রোশনাই৷ ‘লেজার লাইট’ থেকে শুরু করে ছোটবড় বিভিন্ন টুনি-বাল্ব, রাম লালার জন্মভূমির আলোকসজ্জা নজর কাড়তে বাধ্য। শনিবার, দীপাবলির আগের রাতে শহরে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ১৪ বছরের বনবাসের পর রাম, সীতা এবং লক্ষ্মণের অযোধ্যায় ফেরার সেই ঘটনারই পুনর্নিমাণ হবে ওই অনুষ্ঠানে। সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + thirteen =