অযোধ্যার রাম মন্দিরের ছাদ চুঁইয়ে পড়ছে জল, বেহাল দশা! টর্চ জ্বেলে রামলালার আরতি

অযোধ্যা: চলতি বছর জানুয়ারি মাসে মহাসমারোহে উদ্বোধন করা হয় অযোধ্যার রাম মন্দির৷  এরই মধ্যে  মন্দিরের ছাদ ফুটো হয়ে অঝোরে গড়াল জল৷ জল থৈ থৈ অবস্থা…

অযোধ্যা: চলতি বছর জানুয়ারি মাসে মহাসমারোহে উদ্বোধন করা হয় অযোধ্যার রাম মন্দির৷  এরই মধ্যে  মন্দিরের ছাদ ফুটো হয়ে অঝোরে গড়াল জল৷ জল থৈ থৈ অবস্থা রামলালার গর্ভগৃহ৷ মাত্র ছয় মাসে এই হাল! এই ঘটনায় বিস্মিত ভক্তবৃন্দও৷ হতবাক মন্দিরের সঙ্গে যুক্ত সকলেই। মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের বক্তব্য, মেঝেতে জল জমে থাকলে রামলালার পুজো হবে কী করে!

 

অযোধ্যায় রামলালার মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মন্দিরের শোচনীয় অবস্থার কথা তুলে ধরে বলেন, “উদ্বোধনের পর ছ’মাসের মধ্যেই প্রথম বর্ষায় মন্দিরের ছাদ চুঁইয়ে গর্ভগৃহে জল পড়তে শুরু করেছে। যেখানে রামলালা রয়েছেন সেখানে জলমগ্ন অবস্থা। এই পরিস্থিতিতে শর্ট সার্কিট যাতে না হয়, তার জন্য ভোর ৪টে ও সকাল ৬টার আরতি টর্চের আলো জ্বেলে করা হচ্ছে।” রীতিমতো ক্ষোভ উগরে আচার্য সত্যেন্দ্র দাস আরও বলেন, “যদি দু’একদিনের মধ্যে কোনও ব্যবস্থা না হয়, তাহলে বাধ্য হয়েই আমাদের পুজাপাঠ বন্ধ করতে হবে। সেখেত্রে ভক্তদের জন্যেও মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *