ওয়াশিংটন: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ ভারতের এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে সতর্ক আমেরিকা৷ এই পরিস্থিতির মধ্যে কেউ ভারতে যাবেন না৷ নাগরিকদের প্রতি এমনই পরামর্শ ইউনাইটেড স্টেট পাবলিক হেলথ বডি’র৷ এমনকী যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদেরও ভারত সফরে সায় নেই মার্কিন প্রশাসনের৷
আরও পড়ুন- রিসেপশনের জন্য কেনা গাউন পরে ভ্যাকসিন নিলেন মহিলা
দা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিজি)-এর তরফে বলা হয়েছে, ‘‘ভারতের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক৷ তাই ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়ার পরেও সংক্রমিত হওয়ায় সম্ভবনা রয়েছে৷ ছড়িয়ে পড়তে পারে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট৷ তাই যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদেরও এই মুহূর্তে ভারতে না যাওয়াই ভালো৷’’ এক বিবৃতিতে সিডিজি আরও বলেছে, একান্ত যদি ভারতে যেতেই হয়, তাহলে যেন আগে টিকা নিয়ে নেন নাগরিকরা৷ তাঁদের পরামর্শ টিকা নেওয়ার পরও সকলকে মাস্ক পরতে হবে৷ এবং একে অপরের থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷ ভিড় এড়িয়ে চচতে হবে৷ এবং নিয়মিত ভাবে হাত ধুতে হবে৷ এর আগে মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছিল, কোভিড ১৯ প্যান্ডেমিকে যাত্রীদের ঝুঁকি এড়াতে ‘ডু নট ট্রাভেল’ নির্দেশিকা জারি করা হবে৷
আরও পড়ুন- গোলাপ হাতে হৃদয়ের প্রস্তাব, কবুল হতেই দুই পাক পড়ুয়াকে বহিষ্কার
তবে শুধু আমেরিকা নয়, ভারত যাত্রায় সায় নেই ব্রিটেনেরও৷ সোমবারই ব্রিটিশ প্রশাসনের তরফেও বলা হয়েছে, এখন ভারতে যাবেন না৷ এমনকী ভারতকে ‘লাল’ তালিকাভুক্তও করেছে ব্রিটেনের স্বাস্থ্য সচিব৷ পাশাপাশি ভারত থেকেও কোনও ব্যক্তি ব্রিটেনে আসতে পারবেন না৷ একমাত্র ব্রিটিশ বা আইরিশ নাগরিকত্ব থাকলেই ছাড় পাওয়া যাবে৷ প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ভারত সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের৷ কিন্ত সেই সময় ব্রিটেনে করোনা পরিস্থিতি উদ্বেগজনক থাকায় ভারত সফর বাতিল করেছিলেন তিনি৷